পাকিস্তানের প্রধান কোচ হওয়ার ভাবনা থেকে সরে এসেছেন ওয়াটসন

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনইনস্টাগ্রাম

জাতীয় দলের কোচ হিসেবে শেন ওয়াটসনকে পছন্দ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে জানা গিয়েছিল, ওয়াটসনকে কোচ বানাতে তাঁকে বছরে ২০ লাখ ডলার বেতন দিতে চায় পিসিবি।

অর্থাৎ, দায়িত্ব নিতে রাজি হলে বছরে প্রায় ২২ কোটি টাকা বেতন পেতেন অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার। কিন্তু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওয়াটসন পাকিস্তানের প্রধান কোচ হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

আরও পড়ুন

ইএসপিএনক্রিকইনফোর দাবি, ওয়াটসন নাকি ব্যাপারটা নিয়ে শুরুতে আগ্রহীও ছিলেন। পাকিস্তান ক্রিকেট নিয়ে ওয়াটসনের ধারণাও একেবারে কম নেই। খেলোয়াড়িজীবনে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্স ও ইসলামাবাদ ইউনাইটেডে খেলেছেন ৪২ বছর বয়সী ওয়াটসন। এ মৌসুমে কোয়েটার কোচের দায়িত্বও তাঁর কাঁধে। আর গত সপ্তাহেই সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের কোচ হওয়া নিয়ে নাকি কথাও চালাচালি করেছেন।

তবে ওয়াটসন সেই ভাবনা থেকে সরে এসেছেন। তিনি আপাতত নিজের বর্তমান কোচিং ভূমিকা এবং ধারাভাষ্য নিয়েই ব্যস্ত থাকতে চান। আইপিএলে তিনি ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্বেও আছেন ওয়াটসন। তাঁর পরিবার বাস করে সিডনিতে।

পূর্ণকালীন কোচ হিসেবে পাকিস্তানের দায়িত্ব নেওয়া এখন তাই ওয়াটসনের পক্ষে সম্ভব নয়। আর সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এপ্রিলে। মোটামুটি বছরজুড়েই পাকিস্তানের প্রধান কোচ হিসেবে ব্যস্ত থাকতে হতো ওয়াটসনকে। অন্যান্য দায়িত্ব এবং পরিবার সামলানোর পাশাপাশি কাজটা প্রায় অসম্ভবই।

আরও পড়ুন

১৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ওয়াটসন সরে দাঁড়ানোর অর্থ হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে পাকিস্তানের প্রধান কোচের জায়গাটা ফাঁকাই থাকছে। টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজও খেলবে পাকিস্তান। ১ জুন থেকে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ।

পাকিস্তানের সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, ওয়াটসনকে কোচ বানাতে তাঁকে বছরে ২০ লাখ ডলার বেতন দিতে চায় পিসিবি। কিন্তু ইএসপিএনক্রিকইনফো দাবি করেছে, প্রস্তাবিত আসল অঙ্কটা এর অর্ধেকের কাছাকাছি। তবে ওয়াটসনের পাকিস্তানের কোচ হতে না চাওয়ার অনাগ্রহের পেছনে পারিশ্রমিকের অঙ্ক কোনো ভূমিকা রাখেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তারা জানিয়েছে, এত অল্প সময়ের মধ্যে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নিতে হলে ওয়াটসনকে অন্যান্য দলের দায়িত্ব ছাড়তে হতো। সেটাও খুব অল্প সময়ের মধ্যে।

ওয়াটসন গত বছরের শেষ দিকে কোয়েটা গ্লাডিয়েটর্সের কোচের দায়িত্ব নেন। খেলোয়াড় হিসেবে ২০১৯ সালে তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে পিএসএল শিরোপাও জেতেন। ওয়াটসনের হাত ধরে এবার পিএসএলের প্লে অফেও উঠেছিল কোয়েটা। কিন্তু গত রাতে এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়েছে তাঁর দল।

আরও পড়ুন