বৃষ্টিতে কোয়ালিফায়ার ভেসে গেলে আইপিএলে ফাইনালে উঠবে কারা
আইপিএলের প্রথম কোয়ালিফায়ার কাল। পাঞ্জাবের মুল্লানপুরে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের দিন একই মাঠে এলিমিনেটরে মুখোমুখি হবে গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ানস। প্লে-অফের এই দুই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখেননি আয়োজকেরা। তাই প্রশ্ন উঠেছে, বৃষ্টিতে বা অন্য কোনো কারণে যদি এই দুই ম্যাচ ফল না দেখে অথবা পরিত্যক্ত হয়, তখন কী হবে? প্রথম কোয়ালিফায়ার থেকে কারা ফাইনালে যাবে অথবা এলিমিনেটর থেকে কারাই–বা দ্বিতীয় কোয়ালিফায়ারে যাবে?
আইপিএলের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় বলা আছে প্লে-অফ ম্যাচে কোনো বিজয়ী নির্ধারণ করা না গেলে কী হবে। এমন কিছু হলে দেখা হবে মুখোমুখি হওয়া দুই দলের মধ্যে যারা লিগ পর্বে পয়েন্ট তালিকায় ওপরে ছিল, সেটি। লিগ পর্বে ওপরে থাকা দলটিই চলে যাবে পরের রাউন্ডে।
অর্থাৎ কাল প্রথম কোয়ালিফায়ার যদি পরিত্যক্ত হয়, তবে ফাইনালে উঠে যাবে পাঞ্জাব। কারণ, লিগ পর্বটা সবার ওপরে থেকেই শেষ করেছে দলটি। সে ক্ষেত্রে লিগ পর্বে দ্বিতীয় হওয়া বেঙ্গালুরুকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
এলিমিনেটর ম্যাচ পরিত্যক্ত হলে বাদ পড়ে যাবে লিগ পর্বে চতুর্থ হওয়া মুম্বাই ইন্ডিয়ানস। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠবে গুজরাট টাইটানস।
ফাইনালের জন্যও একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ ফাইনাল পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে দুই ফাইনালিস্টের মধ্যে যারা লিগ পর্বে পয়েন্ট তালিকার ওপরে ছিল, তারা।
ম্যাচগুলো অবশ্য শেষ করতে বাড়তি দুই ঘণ্টা সময় থাকবে। সেই দুই ঘণ্টাতেও ম্যাচ শেষ করা না গেলে তবেই পরিত্যক্ত ঘোষণা করা হবে।