গ্রুপিং–শঙ্কার মধ্যে দলীয় সংহতির গান গাইলেন বাবর

পাকিস্তানের ওয়ানডে ও টি–টোয়েন্টি অধিনায়ক বাবর আজমরয়টার্স

অধিনায়ক বদল ঘিরে পাকিস্তান ক্রিকেটে অন্তর্দ্বন্দ্বের যে শঙ্কা চারপাশে, তার মধ্যেই বাবর আজম শোনালেন দলীয় সংহতির গান। পাকিস্তানের সাদা বল ক্রিকেটের নতুন অধিনায়ক বলেছেন, সামরিক একাডেমির ক্যাম্পে খেলোয়াড়েরা শুধু ফিটনেস নিয়েই কাজ করেননি, পরস্পরের মধ্যে একতা ও সংহতি বৃদ্ধিতে কাজ করেছেন তাঁরা।

বাবরের এই বক্তব্য এসেছে এমন সময়ে, যার দুই দিন আগে ক্যাম্পে থাকাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। গত মাসের শেষ দিকে শাহিনকে সরিয়েই বাবরের হাতে নেতৃত্ব তুলে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ঘটনায় পাকিস্তান দলে অন্তর্দ্বন্দ্বের শঙ্কা প্রকাশ করেছেন সাবেকদের কেউ কেউ।

পাকিস্তানের শীর্ষস্থানীয় ২৯ ক্রিকেটার নিয়ে অ্যাবোটাবাদের সামরিক একাডেমিতে ১১ দিনের ক্যাম্প করেছে পিসিবি। ক্যাম্প শেষে এর সঙ্গে যুক্ত প্রশিক্ষক ও সামরিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন কয়েকজন ক্রিকেটার। পিসিবি প্রকাশিত ওই ধন্যবাদ জ্ঞাপন বিবৃতিতে অধিনায়ক বাবর ছাড়াও কথা বলেছেন আমের জামাল, আজম খান, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, শাদাব খানরা।

বিবৃতিতে বাবর এটি তাঁর তৃতীয় বুট ক্যাম্প উল্লেখ করে বলেন, ‘এবার আমাদের মনোযোগ ফিটনেস ছাড়িয়ে দলীয় সংহতি বৃদ্ধি এবং পারফরম্যান্সের উন্নতিবিষয়ক বক্তব্যেও প্রসারিত ছিল। কারণ, কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য দলের পরিবেশের জন্য এসব উপাদান খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

বাবররা ক্যাম্পে ছিলেন ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যেই আফ্রিদিকে সরিয়ে বাবরকে ওয়ানডে ও টি–টোয়েন্টির অধিনায়ক করা হয়। গত নভেম্বরে বাবর অনেকটা বাধ্য হয়ে তিন সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর টি–টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল আফ্রিদিকে।

কাকুলে ১১ দিনের ক্যাম্পে অংশ নেন পাকিস্তানের ২৯ ক্রিকেটার
পিসিবি

তবে জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজই শুধু নেতৃত্ব দিতে পেরেছিলেন তিনি। সেই সিরিজে পাকিস্তান ৪–১ ব্যবধানে হারলে এবং পরবর্তী সময়ে আফ্রিদির নেতৃত্বাধীন কোয়েট গ্লাডিয়েটরস পিএসএলের প্লে–অফে উঠতে ব্যর্থ হলে পাকিস্তান দলের অধিনায়ক বদল নিয়ে গুঞ্জন শুরু হয়। শেষ পর্যন্ত মার্চের শেষ সপ্তাহ আনুষ্ঠানিক ঘোষণাতেই পিসিবি আফ্রিদিকে সরিয়ে বাবরকে নেতৃত্ব দেওয়ার কথা জানায়। পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে পিসিবির এক বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

যেখানে আফ্রিদি বাবরকে সহযোগিতা করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বলে জানানো হয়। কিন্তু আফ্রিদির ঘনিষ্ঠ সূত্র জানায়, পিসিবি নিজেদের মনগড়া কথা বিবৃতিতে বসিয়ে দিয়েছে। পরে গত শুক্রবার আফ্রিদি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে উচ্চারিত হয়, ‘আমাকে এমন পরিস্থিতিতে কখনোই দাঁড় করাবে না, যেখান থেকে আমাকে নিষ্ঠুরতা ও নির্মমতা দেখাতে হয়। আমার ধৈর্যের পরীক্ষা নিয়ো না।’

মাত্র এক সিরিজ পরই আফ্রিদিকে সরিয়ে দেওয়ায় পাকিস্তান দলে অন্তর্দ্বন্দ্বের শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও রশিদ লতিফও যা উড়িয়ে দেননি। তবে ক্যাম্পে একতা বৃদ্ধি ও ফিটনেসে উন্নতিতে যা কিছু করা হয়েছে, তাতে খেলোয়াড়েরা প্রতিযোগিতামূলক ক্রিকেটে আরও ফিট, আরও মানসিকভাবে শক্ত থাকবেন বলে বিশ্বাস বাবরের। উদাহরণ দিতে গিয়ে পাকিস্তান অধিনায়ক যোগ করেন, ‘আমরা রুম শেয়ার করেছি, যাতে দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়। একসঙ্গে থাকার সময়ে কৌশলগত পরিকল্পনা থেকে শুরু করে ক্রিকেটের বিবর্তন, ক্রীড়াঙ্গনের নতুন উদ্ভাবন, প্রতিপক্ষ বিশ্লেষণসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।’

আরও পড়ুন