বিগ ব্যাশের ড্রাফটে আল আমিনসহ তিন বাংলাদেশি
অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগ–বিগ ব্যাশের ড্রাফটে নাম তুললেন তিন বাংলাদেশি ক্রিকেটার। এরা হলেন—আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল। আগামী ২১ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগের খেলোয়াড় ড্রাফটে নাম তোলার সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের খেলোয়াড় ড্রাফট।
বিগ ব্যাশে বাংলাদেশ থেকে কেবল খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। ২০১৪–১৫ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব।
ব্যাট হাতে হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে করেছিলেন ১৪, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ২২। বল হাতে উইকেট পেয়েছিলেন ৭টি। এরমধ্যে ব্রিসবেন হিটসের বিপক্ষে এক ম্যাচেই ১৩ রানে পেয়েছিলেন ৪ উইকেট। হোর্বাটের বিপক্ষে প্রথম ম্যাচে পেয়েছিলেন ২ উইকেট। আরেকটি উইকেট মেলবোর্ন স্টারসের বিপক্ষে।
এবারের বিগ ব্যাশের ড্রাফটে সাকিবসহ জাতীয় দলে নিয়মিত কোনো ক্রিকেটারই এখনো পর্যন্ত নাম তোলেননি। আজ ৩ আগস্ট পর্যন্ত ড্রাফটে বিভিন্ন দেশ থেকে নাম তুলেছেন ১৬৯ জন ক্রিকেটার। তবে এই ১৬৯ জনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতরা নেই বললেই চলে।
পেসার আল আমিন হোসেন জাতীয় দলের বাইরে আছেন অনেক দিন ধরেই। যদিও আজ পর্যন্ত বিগ ব্যাশে নাম তোলা তিন ক্রিকেটারের মধ্যে আল আমিনেরই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে। গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন তিনি।
শফিউল ইসলাম অনেক দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। বোলার রিপন মন্ডল এ বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দারুণ করেছিলেন। ১২টি যুব ওয়ানডে খেলে তাঁর উইকেটসংখ্যা ৩০।