আইপিএলের মতো পিএসএলও শনিবার পুনরায় শুরু
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হওয়া পিএসএল ১৭ মে পুনরায় শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। পরিবর্তিত সূচি কিংবা ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। কিন্তু পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিজের এক্স হ্যান্ডলে পিএসএল পুনরায় শুরুর এবং ফাইনালের দিন-তারিখ জানিয়েছেন।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ৯ মে স্থগিত করে পিসিবি। সেদিন এ ঘোষণা আসার আগেই পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পিএসএলে বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও তারপর ৮ ম্যাচ হাতে রেখেই এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ স্থগিত ঘোষণা করা হয়। একই দিন ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও স্থগিত ঘোষণা করে বিসিসিআই। ভারতের এ ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গতকাল জানিয়েছে, ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএল। এরপর আজ পিসিবি চেয়ারম্যান আইপিএল পুনরায় শুরুর দিনে পিএসএলও পুনরায় শুরু হবে বলে জানালেন।
পিএসএল স্থগিত হওয়ার পর কিছুদিন ধরেই পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, এই টুর্নামেন্ট পুনরায় শুরু করতে একটি প্রস্তাবিত পরিকল্পনা চূড়ান্ত করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় আজ দিন-তারিখ জানিয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান, ‘পিএসএলের ১০ম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে। ৬ দল, শূন্য ভয়, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন, যেটা শুরু হবে ১৭ মে থেকে। ২৫ মে গ্র্যান্ড ফাইনাল। সব দলের জন্য শুভকামনা।’
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবি এ বিষয়ে দ্রুতই আরও বিস্তারিত জানাবে। নাকভির পোস্ট অফিশিয়ালি বিষয়টি নিশ্চিত না করলেও ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানেই বাকি ৮টি ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি।
টুর্নামেন্টটি পুনরায় শুরুর দিন-তারিখ ঠিক করতে গতকাল ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে আলোচনার টেবিলে বসেছিল পিএসএল কর্তৃপক্ষ। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড়দের সবাইকে পাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিদেশি ক্রিকেটারদের বেশ বড় একটি অংশের এবারের পিএসএলে ফেরার সম্ভাবনা নেই। যাঁরা ফিরবেন, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলোয় বিদেশি খেলোয়াড়দের ভারসাম্য না থাকার সম্ভাবনাই বেশি। এই সমস্যার সমাধানে পিসিবি একটি বিকল্প ড্রাফট তৈরির কথাও ভাবছে।
পিএসএল পুনরায় শুরুর যে তারিখ ঘোষণা করা হয়েছে, সেটা বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচির সঙ্গে সাংঘর্ষিক। পরিবর্তিত সূচিতে যেদিন (২৫ মে) ফাইনাল হবে, সেদিন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ দলের। অর্থাৎ পিএসএলের সূচি পরিবর্তিত হওয়ায় বাংলাদেশ দলের পাকিস্তান সফরে ম্যাচগুলোর সূচিও পাল্টাতে হবে। বিসিবি এর আগে জানিয়েছে, সফর নিয়ে তারা পিসিবির সঙ্গে ‘আলোচনা চালিয়ে যাচ্ছে’। পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।