ব্যাটিংয়ে সেরা লিয়ানাগে, বোলিংয়ে তাসকিন

তাসকিন আহমেদ ও জানিত লিয়ানাগেপ্রথম আলো

বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শেষ হলো গতকাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেটি ৪ উইকেটে জিতে সিরিজও ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা জানিত লিয়ানাগে সর্বোচ্চ রান করলেও বোলিংয়ে সেরা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আসুন জেনে নিই এবারের ওয়ানডে সিরিজে ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষ পাঁচে আছেন কারা:

২৬৬.৬৬
তৃতীয় ওয়ানডেতে রিশাদ হোসেনের স্ট্রাইক রেট। কমপক্ষে ৪০ রানের ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২৭৫ স্ট্রাইক রেটের ইনিংস মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের। মাশরাফি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বল ৪৪ রান ও ২০১৪ সাকিব পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে ৪৪ রান করেন।
তৃতীয় ওয়ানডেতে দারুণ ব্যাটিং করেন রিশাদ
প্রথম আলো
ওয়ানডেতে টানা দ্বিতীয়বার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। ১০টি সিরিজ খেলে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় এই দুটিই।