সাকিব সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন কবে, মনে আছে?

আবারও একটি সেঞ্চুরি হারানোর আক্ষেপ নিয়ে ফিরছেন সাকিব আল হাসানছবি: শামসুল হক

অ্যান্ডি ম্যাকব্রাইনের অফ স্টাম্পের বেশ বাইরের বলে সুইপ করতে কটবিহাইন্ড—সাকিব আল হাসানের আউটের ধরনটা একটু অদ্ভুতই। সেই ‘অদ্ভুত’ আউটেই নাগালের মধ্যেই থাকা সেঞ্চুরিটা পাওয়া হলো না বাংলাদেশ অধিনায়কের। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৯৪ বলে ৮৭ রান করে ফিরে গেছেন সাকিব। এর আগে মুশফিকুর রহিমের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেছেন ১৫৯ রান।

টেস্টে সেঞ্চুরির জন্য অপেক্ষাটা তাই আরেকটু দীর্ঘ হলো সাকিবের। সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটা কবে পেয়েছিলেন, তা কি আপনি মনে করতে পারেন? একটু কঠিনই হবে তা। কারণ সেটি প্রায় ছয় বছর আগের কাহিনি। টেস্টে সাকিবের সর্বশেষ সেঞ্চুরি ২০১৭ সালের মার্চে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে। সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট, যে টেস্টে এসেছিল স্মরণীয় এক জয়। এরপর প্রায় ছয় বছর আর টেস্ট সেঞ্চুরির দেখা পাননি সাকিব। আজকের আগে আরও তিনবার ৮০ রান পেরিয়েছেন—২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়া, ২০১৮ সালে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের পর সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে চট্টগ্রামে।

৬ বছর সেঞ্চুরি পাননি সাকিব
ছবি: শামসুল হক

চট্টগ্রামের ওই ইনিংসে ১০৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন সাকিব, আজকের ইনিংসের ধরনও ছিল প্রায় একই রকম। দিনের শুরুতেই মুমিনুল হক ফিরে যাওয়ার পর সাকিব নেমে প্রথম বলেই চার মারেন। সেই চারের বেঁধে দেওয়া সুরেই ব্যাটিং করে গেছেন এরপর।

তবে বেশি আক্রমণাত্মক হতে গিয়েই কিনা একটু এলোমেলোও মনে হচ্ছিল সাকিবকে। আরেকটি বাউন্ডারি পেতে অপেক্ষা করতে হয়েছে ১৩তম বল পর্যন্ত। তবে এরপর থেকে বাউন্ডারি আসতে থাকে নিয়মিত। সাকিবও উইকেটে থিতু হয়ে যান ভালোভাবেই। আইরিশ লেগ স্পিনার বেন হোয়াইটকে টানা দুই চারে টেস্ট ক্যারিয়ারে ৩১তম ফিফটি পান সাকিব, লেগেছে মাত্র ৪৫ বল। মধ্যাহ্নবিরতিতে গিয়েছিলেন ৭৪ বলে ৭৪ রান নিয়ে।

আরও পড়ুন

যেভাবে খেলছিলেন, তাতে শুধু সেঞ্চুরি নয়, বলের হিসাবে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও (৯৪ বলে) ভেঙে দেবেন বলে মনে হচ্ছিল। পরে একটু ধীরগতিতে এগোতে থাকায় সেটি নাগালের বাইরে চলে যায় খানিকটা। তবে শেষ পর্যন্ত আউট হলেন আলগাভাবেই।

সুযোগটা হেলায় হারালেন সাকিব
ছবি: শামসুল হক

টেস্টে সর্বশেষ ওই সেঞ্চুরির পর সীমিত ওভারে অবশ্য তিনবার সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বশেষ সেঞ্চুরিটিরও প্রায় চার বছর হতে চলল। সর্বশেষ সেই সেঞ্চুরি ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টনটনে, ৯৯ বলে অপরাজিত ১২৪। ইংল্যান্ডের বিপক্ষে এর আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন সাকিব।

আরও পড়ুন

সর্বশেষ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাননি মাত্র ৭ রানের জন্য। ৯৩ রানে আউট হয়ে গিয়ে ওয়ানডেতে দশম সেঞ্চুরিটি হাতছাড়া করেন সাকিব। টেস্টে অবশ্য তাঁর সেঞ্চুরির সংখ্যা একটু কমই বলতে হবে। মিরপুরে খেলছেন ৬৬তম টেস্ট। সেঞ্চুরি মাত্র ৫টি। যে কারণে আজ ওভাবে সুযোগটা হেলায় হারানোর দুঃখটা বেশিই হওয়ার কথা সাকিবের।