‘লোভে পড়ে আমির-ইমাদদের সঙ্গে চুক্তি করে দলে নেওয়া হয়েছে’

আমির ও ইমাদকে দলে নেওয়া নিয়ে নতুন করে পিসিবিকে ধুয়ে দিয়েছেন হাফিজএএফপি ও ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছেও হার। সুতোয় ঝুলছে পাকিস্তানের সুপার এইটের ভাগ্য। পরিস্থিতি যখন এই, কানাডার বিপক্ষে আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের চেয়ে মাঠের বাইরের তোপই বেশি সামলাতে হচ্ছে পাকিস্তান দলকে।

মাঠে বাজে পারফরম্যান্সের জন্য বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের দিকে সমালোচনার তির ধেয়ে যাচ্ছে। সমালোচনার সেই তির থেকে বাদ যাচ্ছেন না দলটির নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের পরিচালকদের কেউই।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মোহাম্মদ হাফিজ তো হঠাৎ করেই মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে বিশ্বকাপ দলে নেওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। বিশ্বকাপে এ দুজনকে দলে রাখা নিয়ে পাকিস্তানের নির্বাচকদের সততার ব্যাপারেই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ
ইনস্টাগ্রাম

আমির-ইমাদদের সঙ্গে নির্বাচকদের কোনো চুক্তি হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন হাফিজ। পিটিভি স্পোর্টসের ‘গেম অন’ অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘তারা (পিসিবি) লোভের বশবর্তী হয়ে তাদের দলে নিয়েছে। পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করে দেওয়া খেলোয়াড়দের (আমির ও ইমাদ) সঙ্গে চুক্তি করেছে তারা।’

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়া ম্যাচে সুপার ওভারে ১৮ রান দিয়েছিলেন আমির। আর গত পরশু ভারতের কাছে ৬ রানে হেরে যাওয়া ম্যাচে ইমাদ ২৩ বলে ১৫ রান করে আউট হয়েছেন। ইমাদের শ্লথ এই ইনিংস নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক বলেছেন—দলকে বিপদে ফেলতে ইচ্ছা করেই বল নষ্ট করেছেন ইমাদ।

আরও পড়ুন

আমির-ইমাদের খামখেয়ালি নিয়ে হাফিজ বলেছেন, ‘ছয় মাস আগে যখন তাদের পাকিস্তানের হয়ে খেলতে বলা হলো, তারা বলে দিয়েছিল—লিগ খেলবে। এখন বিশ্বের কোথাও লিগ নেই, তারা বিশ্বকাপে খেলছে। বিশ্বকাপে তারা এমনভাবে খেলছে, যেন এটা আরেকটি লিগ।’

আরও পড়ুন