বোন হারালেন শহীদ আফ্রিদি

শহীদ আফ্রিদিছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, আজ তাঁর বোন মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে খবরটি জানান আফ্রিদি। দুটি পোস্টে তিনি জানান, হাসপাতালে তাঁর বোন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ায় নিজের ভ্রমণ পরিকল্পনা বাদ দিয়ে ফিরেছিলেন বোনকে দেখার জন্য। কিন্তু বোনকে আর বাঁচাতে পারলেন না।

আরও পড়ুন

আজ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে এক্সে পোস্ট করেন আফ্রিদি, ‘খুব দুঃখ নিয়ে জানাচ্ছি, আমাদের আদরের বোন আর নেই। তার জানাজা আজ বাদ জোহর জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’

গতকাল বোনের অসুস্থতার খবর জানিয়েও এক্সে একটি পোস্ট করেছিলেন ৪৬ বছর বয়সী আফ্রিদি, ‘আমি ফিরে আসছি তোমাকে দেখার জন্য। শক্ত থাকো। আমার বোন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার সুস্বাস্থ্যের জন্য আপনাদের দোয়া আমার কাছে অনেক কিছু। সৃষ্টিকর্তা তাকে দ্রুত সুস্থ করে তুলুন।’

আরও পড়ুন

আফ্রিদির পোস্ট তাঁর ভাই মুশতাক আফ্রিদিও এক্সে শেয়ার করেন। করাচিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁদের বোন। আফ্রিদিরা মোট ১১ ভাই-বোন। ছয় ভাই ও পাঁচ বোন। ভাই ও বোনদের মধ্যে শহীদ আফ্রিদি পঞ্চম। তাঁর দুই ভাই তারিক আফ্রিদি ও আশফাক আফ্রিদিও ক্রিকেট খেলেছেন।