সেই স্যামির কাঁধেই ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব

ড্যারেন স্যামিফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজকে অধিনায়ক হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। আবারও ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব তাঁর কাঁধে। অধিনায়ক হিসেবে সফল ড্যারেন স্যামি এবার কোচের দায়িত্ব পালন করবেন।

ক্যারিবিয়ানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্যামিকে। অন্যদিকে লাল বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে সামলাবেন আন্দ্রে কোলি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের কোচও কোলি। ফিল সিমন্স পদত্যাগ করার পর এ বছরের শুরুতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন তিনি।

আরও পড়ুন

স্যামি এমন সময় ক্যারিবিয়ানদের দায়িত্ব নিলেন, যখন ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে। আগামী মাসে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই হবে স্যামির প্রথম পরীক্ষা। এরপর জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে কোলির মিশন।

অধিনায়ক হিসেবে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ড্যারেন স্যামি
ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজকে তিন সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন স্যামি। তাঁর অধীনেই ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সুপার লিগ ও ক্যারিবিয়ান লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে স্যামির। কোলি জামাইকার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সব স্তরেই কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর।

আরও পড়ুন

কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত স্যামি বলেছেন, ‘এটা বড় একটা চ্যালেঞ্জ, যার জন্য আমি প্রস্তুত ও অধীর অপেক্ষায় আছি। আমি এই সুযোগের জন্য উন্মুখ হয়ে আছি, বিশেষ করে আমাদের যে ক্রিকেটার আছে, ড্রেসিংরুমে আমি যে প্রভাব রাখতে পারব, সে জন্য। আমি বিশ্বাস করি, অধিনায়ক হিসেবে আমার যেমন মনোভাব ছিল, কোচ হিসেবেও সেই একই মনোভাব নিয়ে আসতে পারব।’

আরও পড়ুন