বাংলাদেশ–নিউজিল্যান্ড: নাজমুলদের অপেক্ষা বাড়াল বৃষ্টি

বৃষ্টির আগে ভালো বোলিং করেছেন রিশাদ হোসেনএএফপি

মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। ম্যাচ ছোট হয়ে আসতে পেরে ভেবেই হয়তো বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনের টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া। পূর্বাভাস মেন বৃষ্টি এসেছে ঠিকই। আর সেই বৃষ্টির দাপট এতটাই যে, নিউজিল্যান্ড ইনিংসের ১১ ওভারে খেলা বন্ধ হওয়ার পর আর শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

তাতে বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল। একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজ জিততে হলে সে ম্যাচ জিততেই হবে নাজমুলদের। প্রথম ম্যাচের পর আজকের ম্যাচেও বাংলাদেশের বোলিং পারফরম্যান্স বাংলাদেশকে তেমন কিছুরই আশা জোগাবে। আজ বৃষ্টিতে খেলা থামার আগে ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান করেছিল কিউইরা। ওপেনার টিম সাইফার্টের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৩ রান।

আজ নিউজিল্যান্ডের ইনিংস শুরুর পরিকল্পনা ছিল এমন - পাওয়ার প্লের প্রথম ৩ ওভার দেখব, পরের ৩ ওভার মারব। নেপিয়ারে প্রথম ম্যাচে শুরুর ধসের কারণেই হয়তো এমন পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। হিসাবটা অনেকটা এ রকম— মেহেদী হাসান ও শরীফুল ইসলামের প্রথম স্পেলে আগের ম্যাচের মতো বড় ক্ষতি ( পাওয়ার প্লেতে ৩৬ রানে ৪ উইকেট) না হলেই হলো। পরে পুষিয়ে নেওয়া যাবে।

আজ ছক অনুসরণ করে এগিয়ে কিউইরা সাফল্যের দেখা পায়। তবে আজও নতুন বলে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসারের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই কাভারে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন ফিন অ্যালেন। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে পঞ্চমবার অ্যালেনকে আউট করলেন শরীফুল (৪ টি-টোয়েন্টি, ১ ওয়ানডে)। ৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।

পাওয়ার প্লের পরের ওভারগুলোতে অবশ্য দাপট দেখিয়েছেন আরেক কিউই ওপেনার টিম সাইফার্ট। মেহেদীর স্পেলের দ্বিতীয় ওভারটি দেখেশুনে খেলে হাত খুলে খেলেছেন শরীফুল, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানের বলে। তাতেই পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪ রান পেয় যায় নিউজিল্যান্ড। বড় রানের ভিত্তিও।

তবে পাওয়ার প্লের পর রিশাদ হোসেনের স্পিনে রানের গতি কিছুটা কমে আসে। সে চাপে ভুল শট খেলে বসেন ভালো খেলতে থাকা সাইফার্ট। অষ্টম ওভারে বোলিংয়ে আসা তানজিমের স্লোয়ার ডেলিভারিত তুলে মারতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুলের হাতে ধরা পড়েন তিনি। ২৩ বলে ৪৩ রান করে থামে সাইফার্টের ১৮৬ স্ট্রাইক রেটের ইনিংস। ৫৮ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

উইকেটের পতন তো আছেই, সঙ্গে রিশাদের মিতব্যয়ী বোলিং নিউজিল্যান্ডের রান রেটে লাগাম টানে। মিচেল ও সদ্য ক্রিজে আসা গ্লেন ফিলিপস রিশাদের বলে বাউন্ডারি খুঁজে পাচ্ছিলেন না। মাঝের ওভারে তাঁর ৩ ওভার থেকে মাত্র ১০ রান নিতে পেরেছে কিউইরা। কিন্তু রিশাদের ছন্দে পতন ঘটায় মাউন্ট মঙ্গানুইর বৃষ্টি। ১১ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ২ উইকেটে ৭২, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি।