যে রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুটরয়টার্স

শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙবেন কে? প্রশ্নটা টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিয়ে। ভারতীয় কিংবদন্তির আশপাশে যাঁরা আছেন, তাঁদের সবাই অবসরে। এখনো যাঁরা খেলছেন, তাঁদের মধ্যে টেন্ডুলকারের সবচেয়ে কাছে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অবশ্য এখনো টেন্ডুলকারের ১৫৯২১ রানের চেয়ে ৪৫০৫ রানে পিছিয়ে। টেস্টে রুটের রান এখন ১১৪১৬।

৩২ বছর বয়সী রুট শেষ পর্যন্ত টেন্ডুলকারকে পেছনে ফেলতে পারবেন কি না, কে জানে! তবে টেন্ডুলকারের একটি রেকর্ডে কিন্তু এরই মধ্যে ভাগ বসিয়েছেন তিনি। দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে সবচেয়ে বেশিবার ৩০০ রান করার রেকর্ড।

আজ শেষ হতে যাওয়া অ্যাশেজ সিরিজে ৪১২ রান করেছেন রুট। টেস্টে এ নিয়ে ১৯তম বার তাঁর এক সিরিজে ৩০০ বা এর বেশি রান করার কীর্তি। টেন্ডুলকারও টেস্টে এক সিরিজে ১৯ বার ৩০০ বা এর বেশি রান করেছেন।

রাহুল দ্রাবিড়কে (ডানে) পেছনে ফেলে শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছেন জো রুট
ফাইল ছবি

এবার ৩০০ করেই রুট ছাড়িয়ে গেছেন ক্রিকেটের আরও দুই কিংবদন্তিকে। ১৮টি সিরিজে ৩০০ করে এই অ্যাশেজের আগে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের রাহুল দ্রাবিড়ের পাশে ছিলেন রুট। সিরিজে ১৭ বার ৩০০ বার এর বেশি রান করে এই রেকর্ডে যৌথভাবে তিনে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও অ্যালিস্টার কুক।

আরও পড়ুন

টেস্টে ৪২টি সিরিজ খেলেছেন রুট। অন্যদিকে টেন্ডুলকার খেলেছেন ৭৩টি টেস্ট সিরিজ। তবে এই পরিসংখ্যানে বড় ফাঁক আছে। রুট ও টেন্ডুলকারের খেলা সিরিজে ম্যাচের সংখ্যাতেই সেই ফাঁক। টেন্ডুলকার চার বা এর বেশি ম্যাচের সিরিজ খেলেছেন ১৩টি, এর মাত্র তিনটি ছিল পাঁচ ম্যাচের। অন্যদিকে রুট চার বা পাঁচ ম্যাচের সিরিজ খেলেছেন ১৬টি, এর ১০টিই পাঁচ ম্যাচের।

রুট পাঁচ ম্যাচের সব কটি সিরিজেই ৩০০ রানের বেশি করেছেন। তবে টেন্ডুলকার তাঁর খেলা একটি পাঁচ ম্যাচের সিরিজে ৩০০ ছুঁতে পারেননি।

টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি বার ৩০০+ রান

আরও পড়ুন