বিপিএলে ঢাকা-খুলনা ম্যাচ যে কারণে দেরিতে শুরু হবে

বিপিএলে কাল প্রথম ম্যাচও দেরিতে শুরু হয়ছবি: প্রথম আলো

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর ১.৩০ মিনিটে। কিন্তু ঘন কুয়াশার কারণে ম্যাচটি আধাঘণ্টা পিছিয়ে দুপুর ২টায় নেওয়া হয়েছে। অর্থাৎ, এই ম্যাচের টস হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

গতকাল এমন সময়-বিভ্রাট দিয়েই শুরু হয়েছে বিপিএল। কাল সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের নতুন মৌসুম শুরু হয়। সে ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিল দুপুর ২টা ৩০ মিনিট।

কাল দিনের প্রথম ম্যাচে জিতেছে মাশরাফির সিলেট
ছবি: প্রথম আলো

সে হিসেবে দুই দলের অধিনায়ক টস করতে নামতেন দুপুর ২টায়। কিন্তু তা না করে দুপুর ১টা ৩০ মিনিটে টস করতে নামেন সিলেট ও চট্টগ্রাম অধিনায়ক। ম্যাচ শুরু হয় দুপুর ২টায়। নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগে।

আজও দিনের প্রথম ম্যাচে সময় পাল্টাতে হলো এবং ঘটল কালকের ঠিক উল্টোটা। ম্যাচ পেছানো হলো আধাঘণ্টা। ঢাকা-খুলনা ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হলে দুই দলের অধিনায়ক টস করতে নামতেন দুপুর ১টায়।

কিন্তু সকাল থেকেই শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশা ও ঠান্ডায় রাজধানী ঢাকা জবুথবু হয়ে আছে। সূর্যের দেখা মিলছে না। কাল দিনের প্রথম ম্যাচে জিতেছে সিলেট। পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারায় রংপুর রাইডার্স।