পাকিস্তান ক্রিকেট দল খারাপ খেলুক, পিসিবিই চায়, অভিযোগ এক সিনিয়র ক্রিকেটারের

পাকিস্তান ক্রিকেট দলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেটে চলছে মহাবিতর্কের কাল। বিশ্বকাপ দলে থাকা এক সিনিয়র ক্রিকেটার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের কাছে বিস্ফোরক এক মন্তব্য করেছেন। তাঁর অভিযোগের তির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে। তিনি বলেছেন, পিসিবিই নাকি চায় পাকিস্তান ক্রিকেট দল বাজে খেলুক।

অভিযোগটা গুরুতর। কিন্তু ক্রিকবাজ এই সংবাদে পিসিবির কারও কোনো বক্তব্য দিতে পারেনি। পাকিস্তান ক্রিকেট দলের সেই খেলোয়াড়ের অভিযোগ, পিসিবি নাকি চায় পাকিস্তান ক্রিকেট দল ব্যর্থ হোক। কিন্তু কেন চায়! সেই খেলোয়াড়ের দাবি, এতে করে পিসিবি তাদের ইচ্ছেমতো দলে পরিবর্তন আনতে পারে। ইচ্ছেমতো নেতৃত্বে বদল আনতে পারে। এখানে পিসিবির লাভ হচ্ছে, গোটা দল নিজেদের নিয়ন্ত্রণে থাকবে। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা দিতে পারবে।

ক্রিকবাজকে দেওয়া সেই সিনিয়র পাকিস্তানি ক্রিকেটারের মন্তব্য এমন, ‘পিসিবি চায় পাকিস্তান ক্রিকেট দল খারাপ করুক। এই পিসিবি কর্তারা কেউই চায় না পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ জিতুক। কারণ, তারা এই দলটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। এই দলে ইচ্ছেমতো অদলবদল করতে চায়। এরা নেতৃত্বের ওপরও নিয়ন্ত্রণ চায়।’

বাইরের বিভিন্ন সমালোচনা দলকে ক্ষতিগ্রস্ত করছে বলেই মনে করেন সেই সিনিয়র পাকিস্তানি ক্রিকেটার
ছবি: রয়টার্স

দলের মধ্যে মতবিরোধ ইত্যাদি নিয়ে সেই সিনিয়র ক্রিকেটারের মন্তব্য, ‘দলের খেলোয়াড়দের মধ্যে মতবিরোধ আছে। আমরা অনেক বিষয় নিয়ে তর্কও করি। কিন্তু আমরা সবাই যথেষ্ট পরিপক্ব। আমরা এসব বিষয় আমাদের মধ্যেই রাখি। আমরা কেউই বাইরের হস্তক্ষেপ চাই না।’

সেই খেলোয়াড় ক্রিকবাজকে জানিয়েছেন, বিশ্বকাপের গুরুত্ব সম্পর্কে খেলোয়াড়েরা সবাই সচেতন। এই বিশ্বকাপে সবাই মিলে প্রতিটি ম্যাচে পারফর্ম করা যে খেলোয়াড়দের দায়িত্ব, সেটিও বলেছেন। তবে তাঁর অভিযোগ, অনেক সময় দলের ভেতরকার অনেক ব্যাপারস্যাপার বাইরে প্রকাশ হয়ে পড়ে। এটার পেছনে নিজেদের স্বার্থে বোর্ড কর্তাদের ইন্ধন থাকে। তিনি স্বীকার করেছেন, বাইরে থেকে ক্রমাগত সমালোচনা, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা দলের মধ্যে সমস্যা তৈরি করে।

পিসিবি কর্তারাই চান পাকিস্তান ক্রিকেট দল বাজে খেলুক, দাবি এক পাকিস্তানি ক্রিকেটারের
ছবি: ইনস্টাগ্রাম

বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের ব্যর্থতার আরও কয়েকটি কারণ সেই খেলোয়াড় ক্রিকবাজকে বলেছেন। যার মধ্যে হোটেলে বন্দী সময় কাটানো, মাঠের দর্শকদের নেতিবাচক মনোভাব উল্লেখযোগ্য। ক্রিকেট সমর্থক ও সাবেক ক্রিকেটারদের ক্রমাগত তীব্র ভাষায় সমালোচনা করে যাওয়াটাও দলের ওপর বাজে প্রভাব তৈরি করেছে বলে মনে করছেন তিনি। আর ক্রিকেটাররা বিশ্বকাপ জিততে দৃঢ়প্রতিজ্ঞ থাকলেও পিসিবির কাছ থেকে সে ধরনের সমর্থন তারা নাকি কখনোই পায়নি। দলের কোনো সমস্যার সমাধান না করে পিসিবি উল্টো সমস্যা তৈরি করেছে বলেও অভিযোগ করেছেন সেই ক্রিকেটার।

পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে কোনো সমস্যা নেই বলেই দাবি সেই সিনিয়র ক্রিকেটারের
ছবি: এএফপি

কিছুদিন আগে পিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিরও কড়া সমালোচনা করেছেন সেই ক্রিকেটার। সেই প্রেস বিজ্ঞপ্তি পাঠানোর কোনো দরকার ছিল বলে তিনি মনে করেন না। যদি অধিনায়ক আর নির্বাচকেরা দল নির্বাচন না করেন, তাহলে কারা করেন। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে এসেছি আর পিসিবি রাজনীতি করছে। এই ধরনের কার্যকলাপ পিসিবি অনেক দিন ধরেই করে আসছে। এই পিসিবিতে যারা আছে, তারা সবাই সুযোগসন্ধানী ও স্বার্থান্ধ। এসব করার পর আমি বিশ্বকাপের পর পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁর চোখের ভাষা পড়তে চাই। অবশ্য তিনি যদি সে পর্যন্ত নিজের পদ ধরে রাখতে পারেন!’