সম্প্রচার শেষ ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ–শ্রীলঙ্কা: ৩২ বল হাতে রেখে জিতল শ্রীলঙ্কা

১৮: ৩৪ , সেপ্টেম্বর ১৩

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

পাওয়ার প্লেতেই আসলে ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে আমাদের। উইকেটটা ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। এমন উইকেটে ১৪০ রান করলে, বোলিং ও ফিল্ডিং দুই দিকেই ভালো করতে হতো—যা আমরা পারিনি। আফগানিস্তানের বিপক্ষে এখন পরিস্থিতি ‘ডু অর ডাই’। সমর্থকদের ধন্যবাদ জানাই, আশা করি তারা আবারও মাঠে এসে আমাদের পাশে দাঁড়াবেন।

ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা

প্রথম দুই ওভার আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল, ম্যাচের ভিত গড়ে দিয়েছে ওই দুই ওভারই। স্বপ্নের মতো শুরু হয়েছিল ম্যাচটা। (ওয়ানিন্দুর গুগলি?) ওর প্রধান অস্ত্র এটা, আমরাও ওটা বুঝতে পারি না। সত্যি বলতে, সে সুপারস্টার। (নেট রান রেট?) ১১৫–১২০ রান হয়ে যাওয়ার পরই আমরা দ্রুত ম্যাচ শেষ করে ফেলতে চেয়েছি। সব সমর্থককে ধন্যবাদ জানাতে চাই মাঠে আসার জন্য।
১৮: ০২ , সেপ্টেম্বর ১৩

৩২ বল হাতে রেখে জিতল শ্রীলঙ্কা

একই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর উঠতে তাই নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। বাংলাদেশকে ৩২ বল হাতে রেখে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারানো শ্রীলঙ্কার নেট রান রেট ‍+২.৫৯৫। ‍+৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট –০.৬৫০।

শামীম হোসেনের করা ১৫তম ওভারে চতুর্থ বলে ২ রান নিয়ে শ্রীলঙ্কাকে জয়ে এনে দেন কামিল মিশারা। ৩২ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন মিশারা।

সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮; হাসারাঙ্গা ২/২৫, তুষারা ১/১৭, চামিরা ১/১৭)।
শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিশাঙ্কা ৫০, মিশারা ৪৬*; মেহেদী ২/২৯, তানজিম ১/২৩, মোস্তাফিজ ১/৩৫)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা।
১৭: ৫৩ , সেপ্টেম্বর ১৩

হঠাৎ জ্বলে উঠল বাংলাদেশ, ৬ বলের মধ্যে ২ উইকেট

শ্রীলঙ্কা: ১৪ ওভারে ১৩৬/৪

আগের ওভারে মেহেদী হাসান কুশল পেরেরাকে ফেরানোর ৫ বল পর দাসুন শানাকাকে ফিরিয়েছেন তানজিম হাসান। ছক্কা মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানের ক্যাচ হয়েছেন শানাকা। ১২৬ রানে চতুর্থ উইকেট খোয়াল লঙ্কানরা। ওভারের শেষ বলে বিশাল এক ছক্কা মেরেছেন শ্রীলঙ্কা অধিনায়ক পাতুম নিশাঙ্কা।

১৭: ৪৯ , সেপ্টেম্বর ১৩

কুশল পেরেরাও গেলেন

অফ স্পিনার মেহেদী হাসানের দ্বিতীয় শিকার হয়েছেন কুশল পেরেরা। রিভিউ নিয়ে উইকেটটি পেয়েছেন মেহেদী। ১২৩ রানে তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। তবে জয় পেতে অসম্ভবকিছুই করতে হবে বাংলাদেশকে। ৭ উইকেট হাতে থাকা শ্রীলঙ্কাকে ৪৫ বলে যে মাত্র ১৭ রান করতে হবে।

১৭: ৩৯ , সেপ্টেম্বর ১৩

৫০ ও ২০০০ ছুঁয়েই আউট নিশাঙ্কা

শ্রীলঙ্কা: ১২ ওভারে ১১৭/২।

ফিফটি ও ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েই শরীফুল ইসলামের দারুণ এক ক্যাচের শিকার হয়ে বিদায় নিয়েছেন পাতুম নিশাঙ্কা। ৩৪ বলে ৫০ রান করা নিশাঙ্কা অফ স্পিনার মেহেদী হাসানকে ছক্কা মারতে গিয়েছিলেন। সীমানায় দাঁড়ানো শরীফুল ডানে সরে গিয়ে কাঁধের ওপরে ক্যাচটি নিয়েছেন।

১০৮ রানে দ্বিতীয় উইকেট খোয়াল শ্রীলঙ্কা। তাতে ভাঙল মিশারা–নিশাঙ্কার ৯৫ রানের জুটি। বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জুটি এটিই। আগের রেকর্ড ছিল ৮৫, ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের।

নিশাঙ্কা ফেরার পর উইকেটে এসেছেন কুশল পেরেরা। শেষ ৮ ওভারে ২৩ রান দরকার শ্রীলঙ্কার।

১৭: ৩৩ , সেপ্টেম্বর ১৩

৫০ ছুঁয়েই ২ হাজারে নিশাঙ্কা

ফিফটি করার পথে পাতুম নিশাঙ্কা
এসিসি

শ্রীলঙ্কা: ১০ ওভারে ১০৭/১

কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের পর শ্রীলঙ্কার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন পাতুম নিশাঙ্কা। মোস্তাফিজুর রহমানের করা ১০ম ওভারের পঞ্চম বলে ২ রান নিয়েই একইসঙ্গে ফিফটি ও ২ হাজার ছুঁয়েছেন লঙ্কান ওপেনার।

১৬
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৬তম ফিফটি পেয়েছেন নিশাঙ্কা। যা শ্রীলঙ্কান রেকর্ড। দুই কুশল, মেন্ডিস ও পেরেরার সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন নিশাঙ্কা।
১৭: ২৪ , সেপ্টেম্বর ১৩

তড়তড়িয়ে এগোচ্ছে শ্রীলঙ্কা, ৮ ওভারে ৮৪ রান

জয়ের সঙ্গে দূরত্বটা ৫৬ রানে নামিয়ে এনেছে লঙ্কানরা। ৭২ বলে এই রান করতে হবে দলটিকে। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি বাঁধা পাতুম নিশাঙ্কা ও কামিল মিশারা তড়তড়িয়ে এগিয়ে নিচ্ছেন শ্রীলঙ্কাকে। নিশাঙ্কা ২৪ বলে ৩৫ ও মিশারা ১৮ বলে ৩১ রান করেছেন।

১৭: ১৩ , সেপ্টেম্বর ১৩

পাওয়ার প্লেতেই শ্রীলঙ্কার ৫৫ রান

শ্রীলঙ্কা: ৬ ওভারে ৬৬/১

পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর ছিল ৩০/৩। শ্রীলঙ্কা করেছে ১ উইকেটে ৫৫ রান। পাতুম নিশাঙ্কা ১৮ ও কামিল মিশারা ২৫ রানে ব্যাট করছিলেন। মোস্তাফিজের করা পরের ওভারে ১১ রান তুলেছে লঙ্কানরা।

১৭: ০৭ , সেপ্টেম্বর ১৩

মিশারার ক্যাচ ছাড়লেন মেহেদী

শ্রীলঙ্কা: ৫ ওভারে ৪৪/১

কামিল মিশারাকে ৩ রানে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শরীফুল ইসলামের বলে মিড অন ফিল্ডার মেহেদী হাসান দৌড়ে গিয়ে বলে হাত ছোঁয়ালেও জমাতে পারেননি। ২ বল পরেই ছক্কা মেরে ‘প্রতিদান’ দেওয়া মিশারা পরের দুই বলেই মেরেছেন চার। ওভারে এসেছে ১৮ রান।

১৬: ৫৩ , সেপ্টেম্বর ১৩

কুশল মেন্ডিসকে ফিরালেন মোস্তাফিজ

শ্রীলঙ্কা: ২ ওভারে ১৩/১

শরীফুল ইসলামের করা প্রথম ওভারে ৪ রান তোলে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে আক্রমণে আসা আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের তৃতীয় বলে ছক্কা মেরে দেন পাতুম নিশাঙ্কা। ২ বল পরেই বাংলাদেশকে উইকেট এনে দেন মোস্তাফিজ। বেড়িয়ে যাওয়া বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন কুশল মেন্ডিস (৬ বলে ৩ রান)। ১৩ রানে প্রথম উইকেট হারাল ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করা শ্রীলঙ্কা।

টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বার বাংলাদেশের দুই বাঁহাতি পেসার ইনিংস উদ্বোধন করলেন। প্রথমবার ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লডারহিলে আবু হায়দার ও মোস্তফিজুর রহমান।
১৬: ২৪ , সেপ্টেম্বর ১৩

১৩৯ রানে থামল বাংলাদেশ

৫৩ রানে নেই ৫ উইকেট। সেখান থেকেই রেকর্ড অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েছেন জাকের আলী ও শামীম হোসেন। বাংলাদেশ ইনিংস শেষ করেছে ৫ উইকেট ১৩৯ রান তুলে। শামীম ৩৪ বলে ৪২ ও জাকের ৩৪ বলে ৪১ রান করেছেন।

বাংলাদেশের শুরুটা হয়েছিল জঘন্য। প্রথম দুই ওভারে কোনো রান তোলার আগেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক লিটন দাস আশা জাগিয়েও ফিরেছেন ২৮ রান করে দলকে ৫৩ রানে রেখে। এরপরই জাকের–শামীমের সেই রেকর্ড জুটি।

টি–টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৮১। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮১ রানে অবিচ্ছিন্ন ছিলেন আফিফ হোসেন ও নুরুল হাসান। সেই ম্যাচে ৭৭ রানে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম ৪২*, জাকের ৪১*, লিটন ২৮; হাসারাঙ্গা ২/২৫)।
১৬: ১২ , সেপ্টেম্বর ১৩

১৯তম ওভারে প্রথম ছক্কা বাংলাদেশের

বাংলাদেশ: ১৯ ওভারে ১৩১/৫

ইনিংসের ১০৯তম বলে প্রথম ছক্কার দেখা পেল বাংলাদেশ। মাতিশা পাতিরানার বলে ডিপ মিডউইকেট দিয়ে বিশাল এক ছক্কা মেরেছেন শামীম হোসেন। ৫৩ রানে ৫ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে এ পর্যন্ত ৭৮ রান যোগ করেছেন দুজন। শামীম ৪১ ও জাকের ৩৪ রানে অপরাজিত ছিলেন।

শামীম হোসেন
এসিসি
১৬: ০০ , সেপ্টেম্বর ১৩

বাংলাদেশের ১০০

বাংলাদেশ: ১৬ ওভারে ১০০/৫

১৬তম ওভারের শেষ বলে ১০০ ছুঁয়েছে বাংলাদেশ। হাসারাঙ্গার বলে ১ রান নিয়ে দলকে ১০০ এনে দিয়েছেন শামীম হোসেন। শামীম ৩১ ও জাকের ২১ রানে ব্যাট করছিলেন। ষষ্ঠ উইকেটে ৪৭ রান যোগ করেছেন দুজন।

১৫: ৫৪ , সেপ্টেম্বর ১৩

সবচেয়ে বড় জুটিটা জাকের–শামীমের

বাংলাদেশ: ১৫ ওভারে ৯৩/৫

বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা গড়েছেন জাকের আলী ও শামীম হোসেন। ১০ম ওভারে পঞ্চম বলে অধিনায়ক লিটন দাসের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে ৪০ রান যোগ করেছেন দুজন। জাকের ২০ ও শামীম ২৫ রানে ব্যাট করছিলেন।

শেষ ৫ ওভারে কত করবে বাংলাদেশ?

১৫: ৪৩ , সেপ্টেম্বর ১৩

জাকের–শামীম কত দূর নিয়ে যেতে পারবেন

বাংলাদেশ: ১৩ ওভারে ৭৬/৫

বাংলাদেশ ৫৩ রানে ৫ উইকেট খোয়ানোর পর জুটি বেঁধেছেন জাকের আলী ও শামীম হোসেন। এরপর ২৩ রান যোগ করে ফেলেছেন দুজন। শামীম ১২ ও জাকের ১৬ রানে ব্যাট করছিলেন।

১৫: ২৯ , সেপ্টেম্বর ১৩

লিটনের বিদায়, ৫৩ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ১০ ওভারে ৫৪/৫

বিপদ আরও বাড়ল বাংলাদেশের। আউট হয়ে গেছেন অধিনায়ক লিটন দাস। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলটা তাঁর গ্লাভসে লেগে চলে যায় উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে। আম্পায়ার আউট দেননি। শ্রীলঙ্কানরা রিভিউ নিয়ে পেয়েছে উইকেট। লিটন অবশ্য আগেই হাঁটা ধরেছেন। ২৬ বলে ২৮ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

লিটন ফিরেছেন ১০ম ওভারে পঞ্চম বলে। দুই বল আগেই স্টাম্পে বল লাগলেও বেল না পড়ায় ভাগ্যক্রমে বেঁচে যান জাকের আলী।

১৫: ১৭ , সেপ্টেম্বর ১৩

লিটন বাঁচলেন রিভিউ নিয়ে

বাংলাদেশ: ৮ ওভারে ৪৩/৪

মেহেদীকে ফেরানোর ২ বল পরই লিটন দাসের উইকেট পেয়ে গিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর আবেদনে এলবিডব্লু দিয়ে দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচেছেন লিটন। স্নিকোমিটারে দেখা যায় বল ব্যাট স্পর্শ করেছিল। ২০ রানে বাঁচলেন লিটন।

১৫: ১৪ , সেপ্টেম্বর ১৩

মেহেদীও গেলেন, ৩৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

নিজের দ্বিতীয় বলেই উইকেট পেলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মেহেদী হাসানকে এলবিডব্লু করেছেন লঙ্কান স্পিনার। ব্যাটিংয়ে নেমেছেন জাকের আলী।

১৫: ০৬ , সেপ্টেম্বর ১৩

এক ওভারে তিন চার লিটনের

দাসুন শানাকার করা ষষ্ঠ ওভারের প্রথম বলে অল্পের জন্যই ক্যাচ হননি লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক ওভারের পরের পাঁচ বলে মেরেছেন তিনটি চার। বাংলাদেশ পাওয়ার প্লে শেষ করেছে ৩ উইকেটে ৩০ রান তুলে। উইকেটে লিটনের সঙ্গী মেহেদী হাসান।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দল
এএফপি
১৪: ৫৮ , সেপ্টেম্বর ১৩

জীবন পেয়েও টিকলেন না হৃদয়, কাটা পড়লেন রানআউটে

বাংলাদেশ: ৫ ওভারে ১৬/৩

আগের বলেই শ্রীলঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কার সৌজন্যে সহজ ক্যাচ তুলেও জীবন পেয়েছিলেন তাওহিদ হৃদয়। পড়ে পাওয়া সেই জীবনটাকে পরের বলেই বিসর্জন দিলেন বাংলাদেশের ব্যাটসম্যান। পরের বলেই ৩ রান নিতে গিয়ে কামিল মিশারার সরসারি থ্রোতে রানআউট হয়েছেন হৃদয়। ১১ রানে তৃতীয় উইকেট খোয়াল বাংলাদেশ। ৯ বলে ৮ রান করেছেন হৃদয়।

১৪: ৫৫ , সেপ্টেম্বর ১৩

লিটন–হৃদয়দের প্রতিরোধ

বাংলাদেশ: ৪ ওভারে ৭/২

প্রথম দুই ওভারে ০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ পরের দুই ওভারে নিয়েছে ৭ রান। লিটন দাস ৩, তাওহিদ হৃদয় ৪ রানে ব্যাট করছিলেন।

১৪: ৪৬ , সেপ্টেম্বর ১৩

১৪ নম্বর বলে প্রথম রান বাংলাদেশের

অবশেষে রান পেল বাংলাদেশ। তৃতীয় ওভারে দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খুলেছেন অধিনায়ক লিটন দাস। উইকেটে তাঁর সঙ্গী তাওহিদ হৃদয়।

১৪: ৪৪ , সেপ্টেম্বর ১৩

২ ওভারে ০ রানে বাংলাদেশের ২ উইকেট নেই, দুই ওপেনারই আউট

বোল্ড হয়ে গেছেন তানজিদ হাসান
এসিসি

প্রথম ১০ বলে রানের ঘরটা শূন্য থাকলেও বাংলাদেশের উইকেটের ঘরে লেখা হয়ে গেছে ২। প্রথম ওভারের শেষ বলে তানজিদ হাসান বোল্ড হওয়ার পর দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দুষ্মন্ত চামিরার বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন আরেক ওপেনার পারভেজ হোসেন। দুই ওভার শেষে বাংলাদেশ কোনো রান নিতে পারেনি।

১৪: ৩৮ , সেপ্টেম্বর ১৩

তানজিদ আউট, প্রথম ওভারে রান পায়নি বাংলাদেশ

বাংলাদেশ: ১ ওভারে ০/১

যতটা সম্ভব বাজেভাবে শুরু করল বাংলাদেশ। লঙ্কান পেসার নুয়ান তুষারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান। ষষ্ঠ বলে বাংলাদেশ ওপেনার রান তো নিতেই পারেননি, উল্টো বোল্ড হয়ে গেছেন। এ নিয়ে পাঁচ ইনিংসে তানজিদকে তৃতীয়বার আউট করলেন তুষারা। উইকেটে এসেছেন অধিনায়ক লিটন দাস।

১৪: ২০ , সেপ্টেম্বর ১৩

খেলা শুরুর অপেক্ষা

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে থাকা প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানিয়েছেন, এই মুহূর্তে সেখানকার তাপমাত্র ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গরম অনুভূত হচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসার কথা।

এ দিকে বাংলাদেশ–হংকং ম্যাচের তুলনায় আজ দর্শকের উপস্থিতি বেশি। এখনও স্টেডিয়ামের প্রবেশপথে অনেকে। সেখানে লম্বা সারি দেখা যাচ্ছে।

১৪: ১৪ , সেপ্টেম্বর ১৩

আগে ব্যাটিংয়ে ‘সমস্যা নেই’ লিটনের

টস জিতে আগে বোলিং নেওয়ার পেছনে কারণ সম্পর্কে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা বলেছেন, নতুন পিচে খেলা হবে। বোলিংয়ে সেটার সুবিধা কাজে লাগাতে চায় তাঁর দল।

তবে টস হেরে আগে ব্যাটিং করতে হচ্ছে বলে ‘সমস্যা দেখছেন না’ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছেন ‘ডোন্ট মাইন্ড ব্যাটিং ফার্স্ট’। কারণ, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে তাঁর।

১৪: ০৮ , সেপ্টেম্বর ১৩

বাংলাদেশ দলে এক পরিবর্তন

হংকংয়ের বিপক্ষে ম্যাচের দল থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। আজ খেলছেন না তাসকিন আহমেদ। তাঁর জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
১৪: ০৩ , সেপ্টেম্বর ১৩

টসে হার, ব্যাটিংয়ে বাংলাদেশ

টস ভাগ্য মুখ তুলেছে শ্রীলঙ্কার দিকে। দলটির অধিনায়ক জানিয়েছেন, বোলিং করবেন। অর্থাৎ, ব্যাটিং করবে বাংলাদেশ। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে পরে ব্যাট করেছিল বাংলাদেশ দল।

১৪: ০০ , সেপ্টেম্বর ১৩

স্বাগত!

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুই দিন আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। শ্রীলঙ্কা অবশ্য এ ম্যাচ দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করছে।