৭০ ওভারে ভারতের ২৫ চার, ১৬ ওভারেই ইংল্যান্ডের ২১ চার, ২ ছক্কা

ফিফটি করার পথে ক্রলিএএফপি

ওভালে ভারতের প্রথম ইনিংসে চার হয়েছে ২৫টি ছক্কা নেই। ইনিংসের দৈর্ঘ্য ৬৯.৪ ওভার। অথচ ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম ১৬ ওভারেই মেরেছে ২১টি চার, সঙ্গে দুটি ছক্কাও। বুঝতেই পারছেন, ভারতের বোলারদের ওপরে ‘বাজবল ব্যাটিং’ চলছে।

নিজেদের সহজাত এই কৌশলে খেলে ওভাল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ইংল্যান্ড স্বস্তিদায়ক অবস্থানে। ভারতকে ২২৪ রানে অলআউট করে ইংল্যান্ড লাঞ্চ বিরতি পর্যন্ত ১৬ ওভারে তুলেছে ১ উইকেটে ১০৯ রান।

ইংল্যান্ডের দলগত ১০০ পূর্ণ হয়েছে ১৪.৫ ওভারে। এটি ভারতের বিপক্ষে টেস্টে তৃতীয় দ্রুততম দলীয় শতক। এর আগে ২০১১ সালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া শতরান তুলেছিল ১৪ ওভারে, ২০০৭ সালে মিরপুর টেস্টে বাংলাদেশ ১০০ করেছিল ১৪.১ ওভারে।

দুজনে ৯২ রানের জুটি গড়েছেন।
এএফপি

ইংল্যান্ডের হয়ে ৪৩ বলে ৫২ রানে অপরাজিত আছেন জ্যাক ক্রলি। টেস্টে এটি তাঁর ১৯তম ফিফটি, এই সিরিজে তৃতীয়।

আরও পড়ুন

আরেক ওপেনার বেন ডাকেট ৩৮ বলে ৪৩ রান করে আউট হয়েছেন। তিনি আউট হয়েছেন আকাশ দীপের বলে রিভার্স স্কুপ খেলতে গিয়ে। এর আগেও  অবশ্য রিভার্স স্কুপ খেলে ছক্কাও পেয়েছেন ডাকেট। সেটিও ছিল আকাশ দীপের বলে, ইনিংসের চতুর্থ ওভারে। টেস্ট ক্রিকেটে ইনিংসের এতটা শুরুতে রিভার্স স্কুপ বিরলই। তার আগে খেলেছেন শুধু অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস। গত ডিসেম্বরে মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে তিনি খেলেছেন ইনিংসের তৃতীয় ওভারেই।

বুমরাহীন ভারত দলের বোলিং আক্রমণকে অনেকটাই ধারহীন মনে হচ্ছে। শুরু থেকেই তাদের ‘শাস্তি’ দিয়ে আসছে ক্রলি ও ডাকেট। ভারতের সব বোলারের ওপরই রীতিমতো ঝড় গেছে। ওভারপ্রতি সবচেয়ে কম রান দিয়েছেন প্রসিধ কৃষ্ণা, ৫ ওভারে ৩১। ১ উইকেট নেওয়া আকাশ দীপ ৭ ওভারে দিয়েছেন ৪৬ রান। সিরাজ ৪ ওভারে দিয়েছেন ৩১ রান।

আরও পড়ুন