৮ কোটি ৪০ লাখ রুপিতে ধোনির দলে সুযোগ পাওয়া কে এই রিজভি

সামির রিজভিকে দলে নিয়েছে চেন্নাইইনস্টাগ্রাম

রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেটটা ভালোই বোঝেন, সেটা সবাই জানেন। শুধু ক্রিকেটই নয়, ক্রিকেটারদের সম্পর্কেও তাঁর জানাশোনা কম নয়। আইপিএল নিলাম শুরুর আগের দিন নিজের ইউটিউব চ্যানেলে ২০ বছর বয়সী সামির রিজভি আইপিএলে দল পাবেন বলে দাবি করেছিলেন।

স্পষ্ট করেই বলেছিলেন, ভালোই দামেই বিক্রি হবেন এই তরুণ। আইপিএল নিলামে হয়েছেও তাই। ২০ লাখ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ৮ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুন

চেন্নাইতে মহেন্দ্র সিং ধোনি ও স্টিভেন ফ্লেমিংয়ের মতো মাস্টারমাইন্ড আছেন। নিশ্চয়ই রিজভির মধ্যে এমন কিছু তাঁরা দেখেছেন, যে কারণেই কাড়ি কাড়ি অর্থ ঢেলেছেন। আর শুধু চেন্নাই নয়, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানসের মতো নিলামে তাঁকে পাওয়ার জন্য মরিয়া ছিল। রিজভিকে পেতে রীতিমতো লড়াই করতে হয়েছে চেন্নাইকে। কে এই রিজভি? তাঁকে পাওয়ার জন্য দলগুলো কেন এত মরিয়া?

রিজভি যে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ ক্রিকেটার হতে পারেন, সেই আঁচ পাওয়া যায় অশ্বিনের কথাতেই। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, ‘অন্য একজন ক্রিকেটার যে অবশ্যই ডাক পাবে, অবশ্যই বিক্রি হবে, দাম জানি না, তবে সর্বনিম্ন তিন-চার কোটিতে বিক্রি হবে, সে হলো উত্তর প্রদেশের সামির রিজভি।’

অশ্বিন এতটা নিশ্চিত ছিলেন রিজভির পারফরম্যান্সের কারণে। চলতি বছর উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে ২টি শতকসহ ৯ ম্যাচে রান করেছেন ৪৫৫। রান করেছেন ৫০.৫৬ গড়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি প্রয়োজন যে স্ট্রাইকরেট, সেটাও রিজভির নজরকাড়া। এই টুর্নামেন্টে ১৮৮.৮ স্ট্রাইকরেটে রান করেছেন তিনি।

টুর্নামেন্ট সর্বোচ্চ ৩৫টি ছক্কাও এসেছে তাঁর ব্যাট থেকে। এমন দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটানোর পর তিনটি ফ্র্যাঞ্চাইজিতে ট্রায়ালের সুযোগ পান তিনি। যদিও উত্তর প্রদেশের অনূর্ধ্ব–২৩ দলের খেলা থাকায় ট্রায়ালে যাওয়া হয়নি তাঁর।

রিজভি চলতি বছর উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে ৯ ম্যাচে রান করেছেন ৪৫৫
ইনস্টাগ্রাম

লিস্ট ‘এ’ ক্রিকেটে অনূর্ধ্ব–২৩ দলের হয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই রাজস্থানের বিপক্ষে ৬৫ বলে ৯১ রানের ইনিংস খেলেন রিজভি। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে দলকে তোলেন ফাইনালে। ফাইনালে ২০ বছর বয়সী এই ক্রিকেটার করেন ৫০ বলে ৮৪ রান। চ্যাম্পিয়ন হয় উত্তর প্রদেশ।

আরও পড়ুন

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচ খেলেছেন রিজভি। ৬৯.২৫ গড়ে ২ অর্ধশতকে তাঁর রান ২৭৭। স্ট্রাইকরেট প্রায় ১৪০। পরিসংখ্যানে স্পষ্ট ব্যাট হাতে ক্রিজে নেমে সময় নিতে পছন্দ করেন না রিজভি। পাওয়ার হিটিং এই তরুণ ব্যাটসম্যানের বিশেষত্ব। হয়তো এই কারণেই তাঁকে পাওয়ার জন্য এত মরিয়া ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহারের নিয়মের কারণেও এই ধরনের ক্রিকেটারদের কার্যকারিতা বেড়েছে। কে জানে, ধোনি তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই ব্যবহার করেন কি না!

অনাভিষিক্ত শুভম দুবেকে দলে নিতে নিলামে ৫ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারও ঘরোয়া ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য আলোচিত। চলতি মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১৮৭.২৮ স্ট্রাইকরেটে তিনি রান করেছেন ২২৫।

দল পেয়েছেন আরেক তরুণ ব্যাটসম্যান কুমার কুশাগরা। ৭ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি। ঝাড়খন্ডের এই ক্রিকেটার লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২৩টি আর টি-টোয়েন্টি খেলেছেন ১১টি। চলতি মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে সময়টা খুব একটা ভালো যায়নি তাঁর। এরপরও এই উইকেটকিপার ব্যাটসম্যানের ওপর ভরসা রেখেছে দিল্লি।

আরও পড়ুন