এবার সাথিরার চোখ বিশ্বকাপে

আইসিসি প্যানেলে যুক্ত হয়েছেন আম্পায়ার সাথিরা জাকির। এবার বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করায় চোখ তাঁরফেসবুক

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন। ছেলেদের ক্রিকেটেও আম্পায়ারিং করেছেন। তবে সেটা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ পর্যায়ে। সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির আজ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম আম্পায়ারিং করলেন।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংকের সুপার লিগের ম্যাচটিতে মনিরুজ্জামানের সঙ্গে সাথিরাও ছিলেন অনফিল্ড আম্পায়ার। এর আগে ১৬ এপ্রিল মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচের তৃতীয় আম্পায়ারের ভূমিকায় ছিলেন সাথিরা।

আরও পড়ুন

আজ তামিম-মুশফিক-মাহমুদউল্লাহদের রোমাঞ্চকর এ ম্যাচে সাথিরাকে চাপের মুখে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের আউট নিয়ে বিতর্কও হয়েছে। তবে ঠান্ডা মাথায় প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচটি পরিচালনা করেছেন সাথিরা। ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও যে প্রিমিয়ার লিগে চাপ বেশি, সে কথা জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই ভালো লেগেছে। অনেক বড় মাপের ম্যাচ, বড় টুর্নামেন্ট। আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও প্রিমিয়ার লিগের চাপ অনেক বেশি। সেদিক থেকে অবশ্যই ভালো লাগছে। ভালোভাবে শেষ করতে পেরেছি। দিনের শুরুতে স্বাভাবিকভাবেই তো একটা চাপ থাকে। সেটা ছিল। একটা সময় পর ঠিক হয়ে গেছে। গরম ছিল, সবকিছু মিলিয়ে ভালো কেটেছে।’

সাথিরা জাকির জেসি বিভিন্ন সময়ে কাজ করেছেন ধারাভাষ্যকার হিসেবেও
সংগৃহীত

গত মাসেই সাথিরা, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমাকে আইসিসি আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করা হয়। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন। বিসিবি এ বছরের ফেব্রুয়ারি থেকে সাথিরা ও রোকেয়া সুলতানাকে প্রথমবারের মতো বেতনের আওতায় এনেছে।

এ বছরের অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন বাংলাদেশের আম্পায়ারদের প্রতিনিধিত্ব থাকে, সে জন্যই নারী আম্পায়ারিং নিয়ে বিসিবির এই উদ্যোগ। সাথিরাও সে স্বপ্নই দেখছেন, ‘হ্যাঁ অবশ্যই। ওইটাই (বিশ্বকাপ) এখন লক্ষ্য।’