ইংল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের নিচে নেমে গেল ভারত

ইংল্যান্ডের কাছে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে হারের পর আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচে নেমে গেছে ভারত। এ ম্যাচ শুরুর আগে দুইয়ে ছিল গত দুই আসরের রানার্সআপ ভারত।

হায়দরাবাদের আগে ৫৪ শতাংশ পয়েন্ট নিয়ে শুধু অস্ট্রেলিয়ার পেছনে ছিল রোহিত শর্মার দল। ২৮ রানে হারের পর তাদের শতকরা পয়েন্ট এখন ৪৩.৩৩। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করার পর সংক্ষিপ্ত সময়ের জন্য তালিকার শীর্ষেও উঠেছিল ভারত। কিন্তু পাকিস্তানকে হারিয়ে আবার শীর্ষে উঠে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের কাছে গ্যাবায় সিরিজের দ্বিতীয় টেস্টে হারলেও আগের মতোই শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের শতকরা পয়েন্ট ৫৫। ২, ৩ ও ৪ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ—তিন দলেরই এখন সমান ৫০ শতাংশ করে পয়েন্ট।

প্রথম আলো গ্রাফিকস

অস্ট্রেলিয়ার অবস্থানের পরিবর্তন না হলেও তাদের বিপক্ষে দারুণ জয়ে পয়েন্ট বেড়েছে ওয়েস্ট ইন্ডিজের। ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে এখন ৭ নম্বরে তারা। ক্যারিবীয়দের লাফের কারণে ভারতের বিপক্ষে জয়ের পরও সাত থেকে আটে নেমে গেছে ইংল্যান্ড।

আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের এ চক্রে সবচেয়ে বেশি ১০টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি টেস্ট খেলেছে ভারত। ৫টি করে খেলেছে ভারত ও পাকিস্তান, ৪টি খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কা খেলেছে ২টি করে ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত একমাত্র সিরিজটি খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।