চোট নিয়ে আইপিএল ছাড়লেন রাবাদা

আইপিএলে পাঞ্জাবের হয়ে খেলেছেন কাগিসো রাবাদাবিসিসিআই

আইপিএলে পাঞ্জাব কিংস ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন কাগিসো রাবাদা। ২৮ বছর বয়সী এই পেসার ছোটখাটো চোটে ভুগছেন বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রোটিয়া বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা রাবাদার। টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা নেই বলেও আশ্বস্ত করেছে সিএসএ।

দুই সপ্তাহ পর অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা। গ্রুপসঙ্গী হিসেবে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

রাবাদা এবারের আইপিএলের শুরু থেকেই পাঞ্জাবের হয়ে নিয়মিত খেলেছেন। ১১ ম্যাচ খেলে ৮.৯২ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। তাঁর দল অবশ্য এরই মধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঞ্জাব এখন পয়েন্ট তালিকার তলানিতে, আর দুই ম্যাচ পরই এবারের মতো খেলা শেষ।

আজ সিএসএর বিবৃতিতে বলা হয়, রাবাদার পায়ের ‘সফট টিস্যু সংক্রমণ’ হওয়ায় তাঁর বিশ্রাম দরকার। এরই মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে এবং সিএসএর চিকিৎসা দল রাবাদার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬টি-টোয়েন্টি খেলা রাবাদা বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা পাওয়া একমাত্র ‘কৃষ্ণাঙ্গ আফ্রিকান’ ক্রিকেটার। এ নিয়ে দল ঘোষণার পর থেকে দেশটির ক্রিকেট ও রাজনীতি অঙ্গনে আলোচনায় ছিল তাঁর নাম। রাবাদা ছাড়া রিজার্ভ দলে আছেন আরেক ‘কৃষ্ণাঙ্গ আফ্রিকান’ খেলোয়াড় লুঙ্গি এনগিডি।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড অবশ্য রাবাদার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট সিএসএ লিখেছে, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে না বলে আশা করা যাচ্ছে।’

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ১০ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন