রোনালদোকে অভিনন্দন জানিয়ে টুইট করে ট্রলের শিকার যুবরাজ

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদোফাইল ছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো তাঁর পছন্দের ফুটবলার। অনেক দিনের খরা আর সংকট কাটিয়ে অবশেষে পর্তুগিজ তারকা গোলের দেখা পেয়েছেন। এভারটনের বিপক্ষে পাওয়া সেই গোলে প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলকে পৌঁছেছেন।

প্রিয় তারকার এমন অর্জনে খুশি হয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং। সেই টুইটের কারণে ট্রলের শিকার হয়েছেন তিনি।

আরও পড়ুন

প্রিয় খেলোয়াড়ের অর্জনে খুশি হয়ে করা যুবরাজের টুইট নিয়ে কারও সমস্যা নেই। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে টুইটে তাঁর লেখা কথাগুলো। যুবরাজের লেখা যে ভুল হয়েছে—সেটা প্রমাণ করতে যেন ব্যস্ত হয়ে উঠেছে টুইটার ব্যবহারকারীরা!

ভারতের সাবেক অলরাউন্ডার তাঁর টুইটে ‘রাজা’ লিখে একটি রাজমুকুটের ইমোজি দিয়েছেন। এরপর লিখেছেন, ‘রাজা ফিরে এসেছে। ফর্ম সাময়িক, মানটা চিরস্থায়ী!!!’ এটুকু লিখে ক্রিস্টিয়ানো রোনালদোকে ট্যাগ করে যুবরাজ আবার লিখেছেন, ‘৭০০ ক্লাবে স্বাগত।’

রোনালদো–ভক্তদের আপত্তি শেষের অংশটা নিয়ে। যে ক্লাবে রোনালদোই প্রথম, সেখানে আবার তাঁকে স্বাগত জানানোর কী আছে!

যুবরাজকে ট্রল করা সবার প্রশ্নই ওই একটি। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, তুমি কোন ৭০০ ক্লাবে আছো?’ আরেকজনের প্রশ্নটা এ রকম, ‘স্বাগতম? ভাই, এটা গোলের ক্লাব, রানের নয়!’

যুবরাজকে নিয়ে নেটিজেনরা এখানেই থামেননি। একজন লিখেছেন, ‘আমি তো মনে করেছিলাম, তিনিই ক্লাবটি খুলেছেন।’ আরেকজনের প্রশ্ন, ‘ক্লাবে স্বাগতম? আপনি এরই মধ্যে ৭০০–এর ক্লাবে আছেন নাকি ভাই?’

আরও পড়ুন

রোনালদোর এক ভক্ত একটু কঠিন কথাই লিখেছেন, ‘৭০০ ক্লাবে একমাত্র একজনই আছেন।’ আরেকজনের কথা, ‘জনাব, আপনি কোন ৭০০ ক্লাবে আছেন।’