ওয়ানডেতে ১৩ হাজারে দ্রুততম কোহলি

আরেকটি রেকর্ড নিজের করে নিলেন কোহলিএএফপি

রেকর্ডটি যে বিরাট কোহলির হতে যাচ্ছে, সেটা অনুমেয় ছিল। হয়েছেও তাই। ইনিংসের হিসাবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ডের মালিক এখন এই ভারতীয় ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ৪০তম ওভারে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির বল স্কয়ার লেগে ঠেলে দৌড়ে ২ রান নিয়েই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ১৩ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি।

২৭৮ ওয়ানডে ম্যাচ খেলা কোহলি ২৬৭ ইনিংসে এই রেকর্ড গড়েন। আরেক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৩ হাজার রান করেছেন ৩২১ ইনিংসে। রিকি পন্টিং (৩৪২ ইনিংস), কুমার সাঙ্গাকারা (৩৬৩ ইনিংস) ও সনাৎ জয়সুরিয়াও (৪১৬ ইনিংস) ওয়ানডেতে ১৩ হাজারি ক্লাবের দেখা পেয়েছেন।

আরও পড়ুন
৪৭তম ওয়ানডে সেঞ্চুরির পর কোহলি, পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে
এএফপি

আজ পাকিস্তানের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসায় আরও একটি রেকর্ড ছুঁয়েছেন কোহলি। একই ভেন্যুতে টানা চার সেঞ্চুরির রেকর্ডে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে স্পর্শ করেছেন। পাকিস্তানের বিপক্ষে আজকের সেঞ্চুরিটি প্রেমাদাসার মাঠে কোহলির টানা চতুর্থ সেঞ্চুরি।

এর আগে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে টানা চার সেঞ্চুরি করেছেন হাশিম আমলা। পাকিস্তানের লাহোরে জহির আব্বাসের তিনটি, সংযুক্ত আরব আমিরাতের শারজায় সাইদ আনোয়ার তিনটি সেঞ্চুরি করেছেন। একই ভেন্যুতে হ্যাটট্রিক সেঞ্চুরি আছে জয়সুরিয়া (সিডনি), কুইন্টন ডি কক (সেঞ্চুরিয়ন) ও রোহিত শর্মার (বার্মিংহাম)।

আজকের সেঞ্চুরিটি কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম। পাকিস্তানের বিপক্ষে এটি কোহলির তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কোহলির ফিফটি আছে দুটি।

আরও পড়ুন