ভারতের কাছে হারের পর বাংলাদেশকে সেই পাকিস্তানি মডেলের সান্ত্বনা

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী শিনওয়ারিছবি: ইনস্টাগ্রাম

সেহার শিনওয়ারির চাওয়া পূরণ হয়নি। বাংলাদেশ পুনেতে হারাতে পারেনি ভারতকে। উল্টো ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে কোহলি–রোহিতদের ভারতের কাছে। গত সপ্তাহে আহমেদাবাদে সেহার শিনওয়ারির দেশ পাকিস্তানকে এভাবেই হেসেখেলে হারিয়েছিল ভারত।

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি বাংলাদেশ–ভারত ম্যাচের আগের দিন ‘এক্সে’–এ (সাবেক টুইটার) লিখেছিলেন, পুনেতে নাকি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে। আর সেটি হলে আহমেদাবাদে ভারতের কাছে পাকিস্তানের হারের ‘বদলা’ নেওয়া হবে। শুধু তা–ই নয়, সেহার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তাহলে তিনি বাংলাদেশে এসে সাকিব–লিটনদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন। আর সেই নৈশভোজের মেনুতে থাকবে বাঙালির প্রিয় মাছ।

টুইটারে সেহার লিখেছিলেন, ‘ইনশা আল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। বাংলার ছেলেরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ দিয়ে ডিনার করব।’ আরেক পোস্টে তিনি লেখেন, ‘বন্ধুরা, বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে চলেছে। আমার এই টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে আমাকে দেখিও।’ গতকাল ম্যাচের সময় আরও একটি পোস্ট করেন সেহার। সেখানে বলেন, ‘একমাত্র বাংলাদেশই পারে ভারতকে উচিত শিক্ষা দিতে।’

পুনেতে ৭ উইকেটে হেরে যাওয়ার পর সেহারের চাওয়া পূরণ হয়নি। তাতে এই পাকিস্তানি মডেল ও অভিনেত্রী কিন্তু দমে যাননি। বাংলাদেশে এসে মাছ দিয়ে নৈশভোজ করার ইচ্ছে পূরণ না হলেও সেহার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ বাংলাদেশ দলকে নিয়ে বেশ ইতিবাচক। সান্ত্বনার সুরেই বলেছেন, হেরে গেলেও ভারতকে বাংলাদেশ ভালোই ‘চ্যালেঞ্জ’ জানিয়েছে। গতকাল ম্যাচের পর সেহার একটি পোস্টে লিখেছেন, ‘বাংলার বাঘেরা ভালো খেলেছে। অন্তত বাংলাদেশ দল ভারতের মাটিতে ভারতকে ভালোই চ্যালেঞ্জ জানাতে পেরেছে।’

শিনওয়ারির সান্ত্বনা পেল বাংলাদেশ দল
ছবি: রয়টার্স

পুনের ম্যাচে বাংলাদেশ ভারতকে কেমন চ্যালেঞ্জ জানিয়েছে, সেটি অবশ্য সেহারই ভালো বলতে পারবেন। পাটা উইকেটে ২৫৬ রান যদি বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিল, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াদের ‘চ্যালেঞ্জ’ হয়, তাহলে সেটি কিছুটা হাস্যকরই শোনায়। ২৫৬ রান করেও বোলিংয়ের শুরুতে দ্রুত কিছু উইকেট নিতে পারলে হয়তো আশা ছিল। কিন্তু মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ আর নাসুম আহমেদরা সেটি করতে পারেননি। রোহিত–শুবমান দারুণ শুরু করেছিলেন। এরপর বিরাট কোহলি দুর্দান্ত এক শতকে খেলাটাকে একপেশে বানিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন।