আড়াই বছর পরও সাকিবকে ঘিরে অমনই এক দিন

সাকিব আল হাসান মানেই এমন কিছু ছবি!শামসুল হক

২০১৯ সালের ২৯ অক্টোবর, মঙ্গলবার।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদকর্মীদের অপেক্ষা। অপেক্ষা সাকিব আল হাসানের জন্য। ততক্ষণে জুয়াড়িদের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য আইসিসির নিষেধাজ্ঞার খবর আনুষ্ঠানিকভাবে চলে এসেছে। সাকিব ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। তবে এক বছরের নিষেধাজ্ঞার কারণে ভারত সফরের আগে এই দুই সংস্করণের জন্য দুজন নতুন অধিনায়ক ঘোষণা করতে হলো বিসিবিকে।

শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে ওই দিন রাত ৮টার দিকে সাকিব এলেন ১৫ মিনিটের জন্য। আগে থেকেই সেখানে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান, পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাকিব বেরিয়ে এসে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। আইসিসিকে দেওয়া লিখিত বিবৃতি পড়ে শোনালেন আরেকবার। এরপর নাজমুলদের সঙ্গেই বেরিয়ে গেলেন। সাকিবকে অনুসরণ করল ক্যামেরা। নিজের গাড়িতে করে শেরেবাংলা স্টেডিয়ামের চত্বর ছাড়লেন সাকিব, হারিয়ে গেলেন এক বছরের জন্য।

****

২০২২ সালের ১৩ আগস্ট, শনিবার।

সাকিব আল হাসানের এক হাতে কফির কাপ। চুমুক দিতে দিতে ঢুকলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসার লিফটে। দেখে মনে হবে নির্ভার একজন। অথচ কয়েকদিন ধরেই তাঁকে ঘিরে তৈরি হয়েছে আরেকটি বিতর্ক, এমনকি বাংলাদেশ ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। তবে এতকিছুর পরও নির্ভার থাকতে পারেন বলেই হয়তো বারবার বিতর্কে জড়ালেও দেশের ক্রিকেটের প্রধান চরিত্র হয়ে উঠতে পারেন সাকিব।

২০১৯ সালের অক্টোবরের ওই রাতে সাকিব বিসিবি কার্যালয়ে এসেছিলেন এভাবে
শামসুল হক

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র থেকে ১৪ আগস্ট এসে পৌঁছানোর কথা থাকলেও নাজমুলের জরুরি তলবে ১২ তারিখ দিবাগত রাতেই ঢাকা এসে পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে অবশ্য তাঁর নাগাল পায়নি কোনো সংবাদমাধ্যম।

আজ দুপুরে নাজমুলের সঙ্গে সাকিবের বৈঠক—জানা গিয়েছিল সেটি। সকাল থেকেই বিসিবি সভাপতির বাসার সামনে, গ্যারেজে তাই সংবাদকর্মীদের আনাগোনা। ধীরে ধীরে বাড়তে থাকল সে ভিড়। পাশের চায়ের দোকানি নিশ্চয়ই কামনা করেছেন, এমন দিন যেন ঘন ঘনই আসে। চা–সিগারেট দিয়ে যে কুলিয়ে উঠতে পারছিলেন না তিনি।

আরও পড়ুন

পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবের নাম প্রায় ঘোষণা করার জন্য কদিন আগে প্রায় প্রস্তুতই ছিল বিসিবি। গত ৪ আগস্ট বিসিবির সাধারণ সভা শেষেই আসতে পারত সে ঘোষণা। তবে বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের বিতর্কিত চুক্তি এ সবকে ঠেলে দেয় অনিশ্চয়তার দিকে। আজ সকাল থেকে গুলশানে বিসিবি সভাপতির বাড়ির সামনে সাংবাদিকদের জটলা এ কারণেই। একটা প্রশ্নের উত্তর পেতে—সাকিবই কি হচ্ছেন টি-টোয়েন্টি অধিনায়ক? বোর্ড সভাপতি আগেই জানিয়ে দিয়েছিলেন, সাকিবের সঙ্গে সামনা সামনি বসে কথা বলার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আজ গুলশানে বিসিবি সভাপতির বাসায় সাকিবের জন্য সংবাদকর্মীদের ভিড়
শামসুল হক

কিন্তু কোথায় সাকিব? নাজমুল হাসানের গুলশানের বাড়িতে একটি করে গাড়ি ঢোকে, আর ক্যামেরা নিয়ে ছুটোছুটি লেগে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা একটু পরপরই চিৎকার করেন, ‘আসতে দ্যান ভাই, ফ্ল্যাটের মানুষ!’

আরও পড়ুন

দুপুর গড়িয়ে বিকেলের দিকে নাজমুলের বাড়ির গ্যারেজে সংবাদকর্মীদের জটলা যখন একটু কম, সাকিব এলেন তখন—৩টা ১০ মিনিটের দিকে। মিনিট বিশেকের মধ্যে এসে পৌঁছালেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। বিকাল ৪টার কিছুক্ষণ আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, একটু পরই দেখা গেল আরেক নির্বাচক হাবিবুল বাশারকে। সবার শেষে বেলা ৪টার দিকে এলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। দুদিন আগে বিসিবি সভাপতির পেশাদার কার্যালয় হয়ে উঠেছিল বিসিবির নীতিনির্ধারণী বৈঠকের ভেন্যু। এবার সেটি নাজমুলের বাসভবন। জানা গেল, এশিয়া কাপের দলও একটু পর ঘোষণা করা হবে সেখানেই।

****

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে টেস্ট অধিনায়কত্ব ফিরে পান সাকিব। যে সময় নিষেধাজ্ঞা পেয়েছিলেন, ওয়ানডে অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর সে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ বাদ দিলে ওয়ানডেতে ভালোই করছে বাংলাদেশ। যে কারণে ওয়ানডে–অধিনায়ক হিসেবে তামিম মোটামুটি নিরাপদ। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই সংস্করণে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। হয়তো জিম্বাবুয়ে সফরে ব্যক্তিগত কারণে ছুটি না নিলে তখনোই অধিনায়ক করা হতো সাকিবকে।

বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তি বাতিলের খবর আসার পর বিসিবির দিক থেকে হয়তো তাঁকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা ছিল না কোনো। তবে নাজমুলের কথা অনুযায়ী, তিনি আরেকবার কথা বলে দেখতে চেয়েছিলেন সাকিবের সঙ্গে। এর আগেও যেমন আশ্বাস পেয়ে এসেছিলেন--ভবিষ্যতে আর হবে না এমন বিতর্ক, সেটিই আরেকবার পেতে চেয়েছিলেন হয়তো!

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে সাকিব
শামসুল হক

বিসিবি সভাপতি, পরিচালক, জাতীয় দলের নির্বাচকদের সঙ্গে সাকিবের বৈঠক চলল প্রায় আড়াই ঘণ্টা। তাঁদের জন্য অপেক্ষায় থাকা সংবাদকর্মীদের জটলার মধ্যে এসে মাঝে ছবিও তুলে গেলেন দুজন। দেখে মনে হয়েছে ওই ভবনের বাসিন্দা, বিদেশি নাগরিক। কী ঘটছে, সেটি সম্পর্কে ধারণা আছে বলে মনে হলো না। তবে এমন ঘটনা যে তাঁদের জীবনে স্মরণীয়—সেটি ছবি তোলা দেখেই বোঝা যায়। এর মাঝে একবার একজন নামাজের আহবানও জানিয়ে গেলেন।

আরও পড়ুন

সে সব দিকে মনোযোগ দেওয়ার সময় ফুরিয়ে এল। যে গাড়িতে করে সাকিব এসেছিলেন বিসিবি সভাপতির বাসায়, সেটিকে সচল হয়ে উঠতে দেখে। সাকিব বেরিয়ে এলেন সাড়ে ৫টার দিকে। লিফট থেকে আগে উঁকি দিলেন। এরপর প্রায় ছুটে গিয়ে উঠলেন গাড়িতে। তবে এর আগেই সাংবাদিকদের উদ্দেশে ছুঁড়ে দিলেন চুমু, হাসিমুখে হাতও নাড়লেন। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেটি অনুমান করে নেওয়া গিয়েছিল সেখান থেকেই। যদিও সাকিব সম্পর্কে কোনো কিছু অনুমান করায় ঝুঁকি থাকে।

তবে ৫ মিনিটের মধ্যেই জালাল ইউনুস নিচে নেমে এসে জানিয়ে দিলেন, সাকিবই হচ্ছেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। ২০১৯ সালে যেটি হারিয়ে ফেলেছিলেন। এবারও ফিরে পেতে পেতে প্রায় হারাতে বসেছিলেন। অবশ্য প্রায় আড়াই বছর পরও, সাকিবকে ঘিরে সংবাদমাধ্যমের আগ্রহ থাকল ওই আগের মতোই। সাকিবও ক্ষণিকের দেখায় সংবাদকর্মীদের দিয়ে গেলেন মনে রাখার মতো আরেকটি দিন!