‘ডেঞ্জারাস’ বলে লিটনের ছক্কা অনুশীলন, সাকিবের ‘হিটিং’

টি–টোয়েন্টি সিরিজে জ্বলবে কি লিটনের ব্যাট?ছবি: শামসুল হক

‘তোকে একটা ডেঞ্জারাস বল দিই’—নেটের ওপাশে থাকা লিটন দাসকে মজার ছলে কথাটা বললেন নাসুম আহমেদ। লিটনও কথাটা শুনে হাসলেন। বললেন, ‘ছয়, ছয়।’ হলোও ঠিক তাই। নাসুমের আর্ম বলটি ব্যাক ফুটে গিয়ে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারলেন লিটন। নাসুমকে অবশ্য থামানো গেল না। বলটা উড়ে যেতে তিনি বলছিলেন, ‘দেখলি তো। তোকে কি ডেঞ্জারাস বলে ছক্কার অনুশীলন করালাম!’

নেটে দুজনের জমজমাট লড়াইটা চলল আরও কিছুক্ষণ। শেষ হাসিটা অবশ্য হেসেছেন নাসুমই। অদৃশ্য মিড অফ ফিল্ডারের হাতে লিটনকে ক্যাচ আউট করেই নাসুম উইকেট শিকারের আনন্দে মাতেন। এর কিছুক্ষণ আগে পাশের নেটে ব্যাটিং করে গেছেন সাকিব আল হাসান। ব্যাটিং না বলে সেটাকে ‘হিটিং’ বলা যায়। দুজন নেট বোলারের সঙ্গে সেখানে ছিলেন টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ছবিগুলোই বলে দেয়, বাংলাদেশ দল টি-টোয়েন্টির আমেজে ঢুকে গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত আধিপত্য দেখিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর এখন সাকিব-লিটনদের মনোযোগ কুড়ি ওভারের খেলায়। এই সংস্করণে কদিন আগেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে সাকিবের দল।

অনুশীলনে ব্যাটিং করেছেন সাকিব
ছবি: শামসুল হক

তবে অতীত সাফল্য নিয়ে খুব একটা ভাবছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেটা আজ দলের অনুশীলনেই বোঝা গেল। শুরুতেই অধিনায়ক সাকিব পুরোদমে ব্যাটিং করে অনুশীলনের ছন্দটা ধরিয়ে দেন। নিজের ব্যাটিংয়ের পাশাপাশি তরুণ লেগ স্পিনার রিশাদকেও দেখার সুযোগটা কাজে লাগান তিনি। স্লগ সুইপ ও সোজা ব্যাটে বড় শট খেলে রিশাদকে চাপে ফেলার চেষ্টা করেন।

আরও পড়ুন

লিটন তো ব্যাটিং অনুশীলন শেষে দুই দফা ছক্কা মারার অনুশীলন করেন। দলের সবাই যখন অনুশীলন শেষে মাঠ ছাড়ার জন্য প্রস্তুত, তখনো লিটনের ব্যাট থেকে বল উড়ে যাচ্ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের লং অন, লং অফ বাউন্ডারিতে। দলে আরেক নতুন মুখ জাকের আলীও বড় বড় ছক্কায় নিজের প্রস্তুতি সারেন।

লিটন শুধু নিজের ব্যাটিং নিয়েই ভাবছিলেন না। সতীর্থ ব্যাটসম্যান নাজমুল হোসেনের নেটে বোলিং করতে চাচ্ছিলেন তিনি। উইকেটকিপার ব্যাটসম্যানকে হাত ঘোরাতে দেখে তো নাজমুলের চোখেমুখে অবিশ্বাস! মজার ছলে লিটনকে বলছিলেন, এই বোলিং আমার পক্ষে খেলা সম্ভব নয়।

আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস বোলারদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। আজ সংবাদকর্মীদের ক্যামেরাও খুঁজছিল তাঁদের। তবে দলের পেসারদের কেউই আজ বোলিং করেননি। বরং সময় নিয়ে ফিল্ডিং অনুশীলন করেছেন প্রত্যেকে।

তাসকিনকে ফিল্ডিং অনুশীলনের ফাঁকে সময় নিয়ে কোচ শেন ম্যাকডরমটের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছিল। বোলিংয়ের পাশাপাশি সম্প্রতি নিজের ব্যাটিংয়েও উন্নতি এনেছেন তিনি। আজ ফিল্ডিংয়েও তাঁকে বাড়তি মনোযোগ দিতে দেখা গেল।

জাতীয় দলের সঙ্গে অনুশীলনে রিশাদ– জাকের আলীরা
ছবি: শামসুল হক

কয়েক সিরিজ ধরেই বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের উন্নতিটা চোখে পড়ছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ শেষে দলের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন সাকিব। তবে উন্নতির তো শেষ নেই। ফিল্ডিং হোক কিংবা ব্যাটিং-বোলিং, দলের মধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট বদলে দেওয়ার চেষ্টাটা স্পষ্ট।

আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচে সে চেষ্টাকে পারফরম্যান্সে রূপ দেওয়ার সুযোগ থাকছে। এর আগে দুই দল ২০ ওভারের খেলায় মুখোমুখি হয়েছিল ৫ বার। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাকি ৪টির মধ্যে ৩টিতে জিতেছে বাংলাদেশ। তিনটি ম্যাচই ছিল আয়ারল্যান্ডের মাটিতে। দুই দলের সর্বশেষ দেখা ২০১৬ সালের বিশ্বকাপে।

আইরিশদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কেটেছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেয় আইরিশরা। তবে গত জানুয়ারিতে জিম্বাবুয়ে সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে অ্যান্ড্রু বলবার্নির দল। সফরকারীদের লক্ষ্য এখন পারফরম্যান্সে ধারাবাহিকতা অর্জন করা। আর বাংলাদেশও চাইবে টি-টোয়েন্টিতে উন্নতির ধারাটা ধরে রাখতে।