বাংলাদেশ–ভারত ম্যাচের লোগোতে নেই পাকিস্তানের নাম, আইসিসি বলল ‘কারিগরি ত্রুটি’

বাংলাদেশ–ভারত ম্যাচের টসের আগে দুই দলের অধিনায়কআইসিসি

অনেক নাটকীয়তার পর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে পাকিস্তান। যদিও ভারত শেষ পর্যন্ত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি, তাদের ম্যাচগুলো খেলা হচ্ছে দুবাইয়ে। তবে পাকিস্তান যেহেতু স্বাগতিক, স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস ট্রফির লোগোতেও আছে তাদের নাম।

কিন্তু কাল বাংলাদেশ–ভারত ম্যাচের সম্প্রচারের সময় লোগোর নিচে ‘পাকিস্তান’ লেখা ছিল না। এক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড–পাকিস্তান উদ্বোধনী ম্যাচেও নামটি ছিল। তাহলে ভারত–বাংলাদেশ ম্যাচে কেন রাখা হয়নি? বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিকই।

ওপরের ছবিটি পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচের, যেখানে লোগোর নিচে পাকিস্তান লেখা আছে। নিচের ছবিটি বাংলাদেশ–ভারত ম্যাচের, যেখানে লোগোর নিচে পাকিস্তান লেখা নেই
ভিডিও থেকে নেওয়া

একই প্রশ্ন আইসিসিকে লেখা এক চিঠিতে করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জবাবে তাদের বলা হয়েছে, ‘কারিগরি ত্রুটির কারণে এমন হয়েছে। আগামীকালের (আজ) ম্যাচ থেকেই ঠিক করা হবে।’

আইসিসির এক মূখপাত্র এমন বলার পর জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ম্যাচের হাইলাইটসে ‘পাকিস্তান’ লেখাসহ লোগোই দেওয়া হয়েছে। সরাসরি সম্প্রচারের সময় শুধু লোগোটি ছিল না। খেলাগুলো দুবাই বা পাকিস্তান যেখানেই হোক, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোয় এমন কিছু হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।