১২ বছর পর লায়ন বাদ, হঠাৎ ধসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ২২৫ রানে
আজ জ্যামাইকায় শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চ্যালেঞ্জে ফেলেছেন শামার জোসেফ।
গুঞ্জন আগে থেকেই ছিল, সেটাই সত্যি হয়েছে। ১২ বছর পর একাদশ থেকে বাদ পড়েছেন নাথান লায়ন। চোটের কারণে ২০২৩ অ্যাশেজে তিনটি ম্যাচ ছাড়া গত ১২ বছর অস্ট্রেলিয়ার সব টেস্টে খেলেছেন এই অফ স্পিনার। এর আগে সর্বশেষ ২০১৩ সালের অ্যাশেজে ফিট লায়নকে একাদশে রাখেনি অস্ট্রেলিয়া।
জ্যাম্যাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কের এই ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দিবারাত্রির প্রথম টেস্ট। গোলাপি বলে স্পিনারদের তেমন ভূমিকা থাকবে না ভেবেই হয়তো এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।
লায়নের জায়গায় অস্ট্রেলিয়া নিয়েছে স্কট বোল্যান্ডকে। মানে, এই ম্যাচে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছে দলটি। পঞ্চম পেসার হিসেবে আছেন অলরাউন্ডার বো ওয়েবস্টার।
পাঁচ পেসার নিয়ে অস্ট্রেলিয়া কেমন করে, তা পরে বোঝা যাবে। তবে দলটির ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম দিন টস জিতে আগে ব্যাটিংয়ে নামা প্যাট কামিন্সের দল প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২২৫ রানে।
ইনিংসের একপর্যায়ে অস্ট্রেলিয়া তুলেছিল ৩ উইকেটে ১৫৭। এরপর ৬৮ রান তুলতেই তারা শেষ ৭ উইকেট হারায়। সফরকারীদের কেউ ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৮ রান এসেছে স্টিভেন স্মিথের ব্যাট থেকে। ক্যামেরন গ্রিন করেছেন ৪৬ রান।
অথচ ৭০ বছর আগে স্যাবাইনা পার্কেই অস্ট্রেলিয়া নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান (৭৫৮/৮ ডিক্লে.) তুলেছিল। সেই ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেন ৫ ব্যাটসম্যান। তবে এই সিরিজে এখন পর্যন্ত তাদের কোনো ব্যাটসম্যান তিন অঙ্ক ছুঁতে পারেননি।
অস্ট্রেলিয়াকে পেলেই জ্বলে ওঠা শামার জোসেফের জন্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ইনিংসেও তিনি নিয়েছেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন জাস্টিন গ্রিভস ও জেডেন সিলস। মানে, তিন পেসার মিলে অস্ট্রেলিয়ার ১০ উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের শুরুও ভালো হয়নি। শেষ বিকেলে ক্যারিবীয়দের কঠিন পরীক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ার বোলাররা। স্বাগতিকেরা প্রথম দিন শেষ করেছে ৯ ওভারে ১ উইকেটে ১৬ রান তুলে। শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক বোল্ড করেছেন কেভলন অ্যান্ডারসনকে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭০.৩ ওভারে ২২৫ (স্মিথ ৪৮, গ্রিন ৪৬, কামিন্স ২৪; শামার ৪/৩৩, গ্রিভস ৩/৫৬, সিলস ৩/৫৯)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯ ওভারে ১৬/১ (কিং ৮* চেজ ৩*, অ্যান্ডারসন ৩; স্টার্ক ১/৩)।
* প্রথম দিন শেষে।