বিশ্বকাপ ক্রিকেটের ‘নবরস’ নিয়ে এলেন শাহরুখ খান

বলিউড তারকা শাহরুখ খানছবি : সংগৃহীত

‘ইট টেকস ওয়ানডে...’

ওয়ানডে বিশ্বকাপ শুরু এ বছরের অক্টোবরে। ৭৭ দিন বাকি থাকতে আনুষ্ঠানিকভাবে এর প্রচার শুরু হলো আজ। ভারতে যেহেতু বিশ্বকাপ, তাই বলিউডের ছোঁয়া তো থাকবেই। ক্রিকেট আর বলিউড আবারও মিলেমিশে একাকার। এবারের বিশ্বকাপের প্রচারদূত শাহরুখ খান। আর বিশ্বকাপের প্রচারাভিযানের নামই দেওয়া হয়েছে ‘ইট টেকস ওয়ানডে।’

ওয়ানডে বিশ্বকাপ বলেই এমন নাম। এক দিনের একটা ম্যাচ কত ধরনের আবেগেই না ভাসায় সমর্থকদের। ৭ ঘণ্টার একটি ম্যাচ যেন সেই আবেগের রথে চড়ে দারুণ এক যাত্রা। ‘ইট টেকস ওয়ানডে’ নামের এই প্রচারাভিযানে সেই আবেগগুলো তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

আইসিসি মনে করে, একটি ওয়ানডে ম্যাচ দেখার সময় ৯ ধরনের আবেগ খেলা করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তাঁরা প্রিয় দল কিংবা প্রিয় ক্রিকেটারের ব্যর্থতায় যন্ত্রণা পান, সেই ম্যাচে ক্রিকেটারদের সাহসের সঙ্গে পরিচিত হন, সেই সাহসী ক্রিকেট তাঁদের আনন্দ দেয়, আবেগে ভাসিয়ে দেয়। ক্রিকেট মানেই শক্তির ব্যবহার, ব্যাটসম্যান কিংবা বোলার, জয়ের গৌরবে আরেক ধরনের আবেগ তৈরি করে।

সেই গৌরবের কত মহিমা, ক্রিকেট–সেরা পারফরমারের ব্যাপারে সমীহ জন্ম দেয় মনে, তাঁর খেলা বিস্ময়ে অভিভূত করে সবাইকে। যন্ত্রণা, আবেগ, বিস্ময়, সাহস, আনন্দ, গৌরব, বিস্ময়, মহিমা ও শক্তি। এই ৯ ধরনের আবেগকে ভারতীয় কেতায় নামকরণ করা হয়েছে ‘নবরস’। এবারের ওয়ানডে বিশ্বকাপের প্রচারের উপপাদ্য এই ৯ আবেগ নিয়েই।

বিশ্বকাপ শিরোপার সঙ্গে শাহরুখ খান
ছবি: আইসিসি

বলিউড তারকা শাহরুখ খান ছাড়াও ওয়ানডে বিশ্বকাপের এই প্রচারণামূলক বিজ্ঞাপনে আছেন মুত্তিয়া মুরালিধরন, জেপি ডুমিনি, দিনেশ কার্তিক, শুবমান গিল। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগানও আছেন এতে। আছেন জন্টি রোডস। বিজ্ঞাপনচিত্রে অতীতের বিশ্বকাপগুলোর বিভিন্ন আইকনিক মুহূর্তও সংযোজিত হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস এ প্রসঙ্গে বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেটের আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই প্রচার। একটি ওয়ানডে ম্যাচে সাধারণত সমর্থক ও ক্রিকেটপ্রেমীদের নয়টি আবেগের সঙ্গে পরিচিতি ঘটে। এই ৯ আবেগকে আমরা বলছি “নবরস”। ক্রিকেট ও সিনেমা ভারতীয় মননের প্রতীক। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একঝাঁক তারকা ক্রিকেটারের অংশগ্রহণ এই দেশের সঙ্গে আমাদের সবার সংযোগকে আরও গভীর করবে।’