ঘরের মাঠে অজেয় ভারত জিতল টানা ১৮তম সিরিজ

টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করার পর ট্রফি নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাসএএফপি

আজকাল টেস্ট খেলতে ভারতে যাওয়া মানেই বিদেশি দলগুলোর সিরিজ হার। ভারতে গিয়ে ভারতের বিপক্ষে সিরিজ জেতা সর্বশেষ দলটির নাম ইংল্যান্ড। সেটিও প্রায় এক যুগ আগের ঘটনা। ২০১২ সালে ভারত সফরে চার ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। সিরিজটা শেষ হয়েছিল ডিসেম্বরে।

২০১৩ সালে ফেব্রুয়ারি-মার্চের বোর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই শুরু হয় দেশের মাটিতে ভারতের অজেয় যাত্রা। অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের সিরিজে ধবলধোলাই করেছিল ভারত। এরপর আজ বাংলাদেশকে হারিয়ে দেশের মাটিতে টানা ১৮টি দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ জিতল ভারত।

দেশের মাটিতে টানা টেস্ট সিরিজের বিশ্ব রেকর্ড এটাই। আর রেকর্ডটা ২০১৯ সাল থেকেই ভারতের। ওই বছর দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের সিরিজের ধবলধোলাই করে ঘরের মাঠে টানা ১১তম সিরিজ জিতেই অস্ট্রেলিয়ার রেকর্ড কেড়ে নেয় ভারত।

ভারত সর্বশেষ নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে ২০১২ সালে, ইংল্যান্ডের কাছে
বিসিসিআই

১৯৯৪ থেকে ২০০১ সালের মধ্যে ঘরের মাঠে টানা ১০টি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। পরে ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যেও আরেকবার ঘরের মাঠে টানা ১০টি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

ঘরের মাঠে টানা টেস্ট সিরিজ জয়

দেশ-বিদেশ মিলিয়ে টানা টেস্ট সিরিজ জয়ের রেকর্ডেও আছে ভারতের নাম। তবে সেই রেকর্ডটা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগাভাগি করছে দলটি। তিনটি দলই টানা সর্বোচ্চ ৯টি সিরিজ জিতেছে।

টেস্টে টানা সিরিজ জয়

টেস্ট সিরিজে টানা অপরাজিত থাকার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮০ থেকে ১৯৯৫ সালের মধ্যে টানা ২৯টি টেস্ট সিরিজে অপরাজিত ছিল ক্যারিবীয়রা। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত টানা ১৬টি সিরিজে অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি গিয়েছিল অস্ট্রেলিয়া।