১০ ঘণ্টার ব্যাটিংয়ে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন জাকির

জাকির হাসানছবি: বিসিবি

ম্যাচের নির্ধারিত ২ ওভার বাকি তখন। বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে তখনো পিছিয়ে ১২ রানে, হাতে মাত্র ১ উইকেট। কক্সবাজারে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আন–অফিশিয়াল টেস্ট এগোচ্ছিল রোমাঞ্চকর শেষের দিকে। বাগড়া দিল আলোকস্বল্পতা। আম্পায়ার লাইট মিটার বের করে জানিয়ে দিলেন, আর সম্ভব নয় খেলা। প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে যাওয়ার পর দারুণ লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে ভারত ‘এ’ দলের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল।

‘এ’ দলের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন ওপেনার জাকির হাসান, ৪০২ বলে ১৭৩ রানের ইনিংস খেলে। ১০ ঘণ্টা ২৩ মিনিট ব্যাট করে আউট হয়েছেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে। সর্বশেষ জাতীয় লিগে সর্বোচ্চ ৪৪২ রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

যদিও ‘এ’ দলের এই ম্যাচের ঘোষিত দলে শুরুতে ছিলেন না তিনি। তৌহিদ হৃদয় চোট পাওয়ার পরই ডাকা হয় তাঁকে। তবে এমন ইনিংসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নির্বাচকদের একটা বার্তাই দিয়ে রাখলেন জাকির।

৩৫৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ‘এ’ দল তৃতীয় দিন শেষ করেছিল ১ উইকেটে ১৭২ রান নিয়ে। ৮১ রানে অপরাজিত ছিলেন জাকির, সঙ্গী নাজমুল হোসেন আজ চতুর্থ দিন শুরু করেছিলেন ৫৬ রানে অপরাজিত থেকে।

শেষ দিনের প্রথম ঘণ্টা আজ নিরাপদেই পার করেন দুজন। তবে মধ্যাহ্নবিরতির আগেই ফিরে যান নাজমুল, মুকেশ কুমারের বলে এলবিডব্লু হওয়ার আগে করেন ১৮৭ বলে ৭৭ রান। এর আগেই সেঞ্চুরি পূর্ণ করেন জাকির। সৌরভ কুমারের বলে লেগ সাইডে সিঙ্গেল নিয়ে মাইলফলকে যান।

ভারত ‘এ’ দলের বিপক্ষে ৪০২ বলে ১৭৩ রানের ইনিংস খেলেন জাকির হাসান
ছবি: বিসিবি

নাজমুল ফেরার পর মুমিনুল হক ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন জাকিরকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। ৩৭ বলে ১৭ রান করে জয়ন্ত যাদবের বলে মুমিনুল, ২৮ বলে ১০ রান করে নবদীপ সাইনির বলে বোল্ড হন মিঠুন। জাকিরকে অবশ্য ভালো সঙ্গ দেন জাকের আলী। ৪ উইকেটে ২৮৬ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ ‘এ’ দল।

জাকের আউট হন পার্টটাইমার সরফরাজ খানের বলে ক্যাচ দিয়ে। ১৬ রান করলেও এই উইকেটকিপার–ব্যাটসম্যান খেলেন ৯০ বল। জাকেরের আউটের পর বাংলাদেশ ‘এ’ ৪ ওভারের মধ্যে হারিয়ে ফেলে মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলামকে। জাকির অবশ্য লড়াই চালিয়ে যান, এবার সঙ্গে পান নাঈম হাসানকে।

আরও পড়ুন

দিনের খেলার ৭ ওভার বাকি থাকতে অবশেষে থামেন জাকির। বাঁহাতি স্পিনার সৌরভ কুমারের মোটামুটি ফুল লেংথের বলটা একটু সামনে গিয়ে ঘুরিয়ে খেলতে গিয়ে মিস করে হন বোল্ড। ১৭৩ রানের ইনিংসে ১৬টি চারের সঙ্গে ৩টি ছক্কা মারেন তিনি। পরের আঘাতটিও করেন সৌরভই, এবার ফুল লেংথের বল মিস করে এলবিডব্লু হন নাঈম।
জয়ের গন্ধ পাওয়া ভারতীয়রা বেশ তাড়াহুড়াই করছিলেন তখন।

শেষ ব্যাটসম্যান খালেদ আহমেদের চোখে কিছু একটা পড়েছিল বলে বন্ধ ছিল খেলা, এরপর খালেদকে ব্যাট এগিয়ে দিচ্ছিলেন একজন, গ্লাভসও পরিয়ে দিতে দেখা যায় আরেকজনকে। শেষ পর্যন্ত লাভ হয়নি তাতে, খালেদ ও রেজাউর রহমানের জুটি ভাঙতে পারেনি ভারত ‘এ’।

আলোকস্বল্পতায় খেলা বন্ধ করার পর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও অন্য খেলোয়াড়দের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও করতে দেখা গেছে দুই আম্পায়ারকে। তাতে অবশ্য সিদ্ধান্ত বদলায়নি স্বাভাবিকভাবেই।

এদিকে ৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাকা হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেনের সঙ্গে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার মুশফিক হাসান ও আশিকুজ্জামানকে।

প্রথম ম্যাচে খেলা নাজমুল হোসেন ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবেন। দ্বিতীয় ম্যাচে রাখা হয়নি টেস্টে নিয়মিত খালেদ আহমেদ, তাইজুল ইসলামকে। তাসকিন আহমেদ ছিটকে যাওয়ায় এরই মধ্যে ওয়ানডে দলে যোগ দিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।