৩ জুলাই: রেকর্ড ১১০৪ উইকেট নেওয়াদের জন্মদিন

আজ জন্মদিন ইউয়েন চ্যাটফিল্ড (বাঁয়ে), হরভজন সিং ও রিচার্ড হ্যাডলিরফাইল ছবি

স্যার রিচার্ড হ্যাডলি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের আজ ৭৪তম জন্মদিন। ১৯৯০ সালে টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার। ৮৬ টেস্টে ৪৩১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন হ্যাডলি।  

শুধু হ্যাডলিই নন, ৩ জুলাই জন্মদিন টেস্টে ৪০০ উইকেট ক্লাবের আরেক সদস্য হরভজন সিংয়েরও। স্যার রিচার্ড হ্যাডলির ২৯ বছর পর ১৯৮০ সালে জন্মগ্রহণ করা ভারতীয় অফ স্পিনার ১০৩ টেস্টে পেয়েছেন ৪১৭ উইকেট।

টেস্টে ৪০০ উইকেট নেওয়া ১৭ বোলারের মধ্যে এই দুজনেরই জন্ম ৩ জুলাই। শুধু এই দুজনই নয়, টেস্টে ১০০ উইকেট নেওয়া আরেক বোলার ইউয়েন চ্যাটফিল্ডের জন্মও ৩ জুলাই। ৩ জুলাই জন্মদিন জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা, পাকিস্তানি অলরাউন্ডার ওয়াসিম রাজা ও বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেলেরও। আর তাঁরা সবাই মিলে একটি অন্য রকম রেকর্ডও করেছেন।

বাংলাদেশের সাবেক পেসার সৈয়দ রাসেলের জন্মদিনও আজ
এএফপি

৩ জুলাই যাঁদের জন্মদিন, তাঁরা সবাই মিলে টেস্টে নিয়েছেন ১ হাজার ১০৪টি উইকেট। টেস্টে একই দিন জন্মগ্রহণ করা বোলারদের মিলিত উইকেটসংখ্যার হিসাবে এটা একটা রেকর্ড।

আরও পড়ুন

তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট যে হ্যাডলির, সেটি তো আগেই বলা হয়েছে। এরপর ৪১৭ উইকেট নেওয়া হরভজন সিং। নিউজিল্যান্ডের ইউয়েন চ্যাটফিল্ড ৪৩ টেস্টে নিয়েছেন ১২৩ উইকেট। জিম্বাবুয়ের পেসার হেনরি ওলোঙ্গা ৩০ টেস্টে ৬৮, পাকিস্তানের ওয়াসিম রাজা ৫৭ ম্যাচে ৫১, বাংলাদেশের সৈয়দ রাসেল ৬ ম্যাচে ১২ ও নিউজিল্যান্ডের জ্যাক নিউম্যান ৩ ম্যাচে ২ উইকেট পেয়েছেন।

জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গার জন্মদিনও ৩ জুলাই
এএফপি

৩ জুলাই ছাড়া টেস্টে ৩৫০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে আর মাত্র দুজন বোলারের জন্মদিনই এক। নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও শ্রীলঙ্কার চামিন্ডা ভাসের জন্মদিন ২৭ জানুয়ারি।

২০০–এর বেশি উইকেট যাঁদের, তাঁদের আরও তিনজনের জন্মদিন অবশ্য এক দিনে। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, অস্ট্রেলিয়ার গ্রাহাম ম্যাকেঞ্জি ও দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার।

আরও পড়ুন