প্রীতি জিনতার সঙ্গে ডু প্লেসির ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে দিল্লি
ভিডিওর শুরুটা হয়েছে প্রীতি জিনতার সঙ্গে ফাফ ডু প্লেসি কথা বলছেন এমন দৃশ্য দিয়ে। কিন্তু এরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আরও কিছু দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে। যেখানে প্রীতি অভিনয় করেছেন, এমন সিনেমাগুলোর নায়কের জায়গায় ডু প্লেসির মুখ বসিয়ে দেওয়া হয়েছে, ওপরে লেখা সিনেমাগুলোর নাম ‘কাল হো না হো’, ‘কোয়ি মিল গায়া’।
বলিউড অভিনেত্রী প্রীতি ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডু প্লেসিকে নিয়ে এমনই একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে ডু প্লেসি দিল্লির হয়ে খেলেন, আর প্রীতি পাঞ্জাব কিংসের সহমালিক।
অফিশিয়াল পেজ থেকে সাধারণত এআই দিয়ে তৈরি এমন কোনো ভিডিও পোস্ট করতে দেখা যায় না—যেটি দিয়ে গুজব ছড়ানোর সম্ভাবনা থাকে। দিল্লি ক্যাপিটালসের পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এখন চলবে, আপনাদের ফেবারিট ফাফ–প্রীতি ফিল্মস।’ তবে এটি যে এআই দিয়ে তৈরি, সে সম্পর্কে ধারণা দেওয়া নেই। যে কারণে কেউ কেউ ভিডিও দেখে বিভ্রান্তও হয়েছে। একটি অফিশিয়াল এক্স পেজ থেকে এ ধরনের ভিডিও প্রকাশ করায় অনেকে এর সমালোচনা করেছেন। কোথায় কী পোস্ট করা উচিত–অনুচিত, এ ধরনের কথা তো কেউ কেউ মনে করিয়ে দিয়েছেনই, কেউ আবার রোমান্টিক দৃশ্যের দিকে ইঙ্গিত করে বলেছেন, ডু প্লেসি ও প্রীতি দুজনই এখন বিবাহিত।
দিল্লি ১৮ বছর ধরে আইপিএলে খেললেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি। সর্বশেষ আসরে জায়গা করতে পারেনি প্লে–অফেও। এ নিয়ে এক নেটিজেন দিল্লির পোস্ট করা ওই ভিডিওর নিচে ফ্র্যাঞ্চাইজিটিকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘দিল্লি ক্যাপিটালস নতুন করে নিচে নামল। এ সময়ে, তাঁরা হয়তো আশা করছে এআই একদিন একটা ট্রফি জিতিয়ে দেবে।’
অন্য এক সমর্থক পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘একটা পেশাদার পেজে এ রকম রিল পোস্ট করতে কি লজ্জাও লাগে না? অ্যাডমিনের বয়স হয়তো ১৪ বছর হবে। এটা চূড়ান্ত বিব্রতকর একটা কনটেন্ট।’
একই ভিডিও সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোতেও পোস্ট করেছে তারা। এক্সে একজন দিল্লির পোস্ট করা ভিডিওটি নিয়ে লিখেছেন, ‘আমাকে দুবার এটা দেখতে হয়েছে, ভিডিওটা কি সত্যিকারের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে নাকি ফেক। হয়তো কোনো শিক্ষানবিশ দিল্লি ক্যাপিটালসের এক্স অ্যাকাউন্ট চালাচ্ছে।’