ইনস্টাগ্রাম থেকে সব ছবি-ভিডিও সরিয়ে নিলেন পাকিস্তানের আজম খান

পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান আজম খানপ্রথম আলো

আজম খান—পাকিস্তানের ক্রিকেটে বেশ কয়েক দিন ধরে এ নামটা খুব উচ্চারিত হচ্ছে। পাকিস্তানের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান আছেন দেশটির টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে। ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টগুলোয় ভালো খেলেই দলে জায়গা করে নিয়েছেন আজম।

তবে জাতীয় দলে পারফরম্যান্স ও ফিটনেস নিয়ে বেশ সমালোচনার মুখে আছেন ২৫ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান। সাধারণ সমর্থক থেকে শুরু করে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই সমালোচনা করছেন আজম খানের শারীরিক গঠন নিয়েও।

আরও পড়ুন

ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা তাঁর খুব একটা ভালো কাটছে না। সর্বশেষ পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচের দুটিতেই তিনি আউট হয়েছেন কোনো রান না করে। সর্বোচ্চ করেছেন অপরাজিত ৩০ রান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ বলে কোনো রান না করে আউট হন, এরপর উইকেটকিপিংয়ে ছাড়েন সহজ দুটি ক্যাচ। এমন পারফরম্যান্সের পর তাঁর ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

ফিটনেস নিয়ে চারদিক থেকে আসা এসব সমালোচনার মধ্যে একটি কাজ করে বসেছেন আজম। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব আজম নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে সব ছবি–ভিডিও মুছে দিয়েছেন।

আরও পড়ুন

কেন এমন করেছেন, সেটির পেছনে আজম কোনো কারণ জানাননি। তবে বেশির ভাগ মানুষই ধরে নিয়েছেন যে ফিটনেস নিয়ে সমালোচনার কারণেই এটা তিনি করেছেন।

এর আগে আজম খানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট বলেছিলেন, ‘সে যখন পারফর্ম করবে না, আজম খানের সবকিছু নিয়েই সমালোচনা হবে। তার যে ফিটনেস, সেটা দিয়ে সে সমালোচনাকে আমন্ত্রণ জানায়। শর্ট বলের বিপক্ষে তার সমস্যা হবে।’

আরও পড়ুন