যুক্তরাষ্ট্র টি-২০ বিশ্বকাপ সূচি
গ্রুপ এ
ডালাস
যুক্তরাষ্ট্র
কানাডা
২ জুন
সকাল ৬–৩০ মি.
গ্রুপ এ
ডালাস
যুক্তরাষ্ট্র
পাকিস্তান
৬ জুন
রাত ৯–৩০ মি.
গ্রুপ এ
নিউইয়র্ক
যুক্তরাষ্ট্র
ভারত
১২ জুন
রাত ৮–৩০ মি.
গ্রুপ এ
লডারহিল
যুক্তরাষ্ট্র
আয়ারল্যান্ড
১৪ জুন
রাত ৮–৩০ মি
যুক্তরাষ্ট্র: অভিবাসিরাই ভরসা
ক্রিকেটের পুরোনো ভূমির একটি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্রিকেট সম্পর্কে প্রাপ্ত তথ্য সেটাই বলে। জেনে অবাক হতে পারেন, প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে এই যুক্তরাষ্ট্রই খেলেছে। ১৮৪৪ সালে হওয়া সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল কানাডা। তবে এগুলো সবই অতীত। যুক্তরাষ্ট্র ক্রিকেটে বর্তমান হচ্ছে—স্বাগতিক হওয়ার সুবাদে এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বহুজাতিক যুক্তরাষ্ট্র দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক প্যাটেল। গুজরাট অনূর্ধ্ব–১৯ দলের হয়ে খেলা এই ব্যাটসম্যানের যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক ২০১৯ সালে। আর তিনি নেতৃত্ব পান ২০২১ সালে। অধিনায়ক ভারতীয় বংশোদ্ভূত, আর সহ-অধিনায়ক অ্যারন জোন্সের শিকড় বার্বাডোজে। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের অভিষেকও ২০১৯ সালে।...আরও
যুক্তরাষ্ট্র টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
মোনাঙ্ক প্যাটেল
অধিনায়ক,
উইকেটকিপার–ব্যাটসম্যান
আন্দ্রিস গুস
উইকেটকিপার–ব্যাটসম্যান
অ্যারন জোন্স
ব্যাটসম্যান
এক নজরে
আইসিসি র্যাঙ্কিং
১৮
বিশ্বকাপে অংশগ্রহণ
১