আর্থারের ‘আইসিসি–বিসিসিআই’ মন্তব্যের উত্তরে যা বললেন আইসিসির প্রধান

পাকিস্তানের ক্রিকেট দলের পরিচালক মিকি আর্থারছবি: রয়টার্স

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দর্শক–খরা। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচে আবার গ্যালারি ছিল টইটম্বুর। সেই ম্যাচের আবহ নিয়েও আছে সমালোচনা। খেলা দেখতে যাওয়া ১ লাখ ৩২ হাজার দশর্কের বেশির ভাগই ছিল ভারতের, পাকিস্তানের সমর্থক ছিলেন হাতে গোনা কয়েকজন।

এমন আবহ নিয়ে ম্যাচ শেষে নিজের হতাশার কথা জানিয়েছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। আহমেদাবাদের আবহ দেখে তাঁর কাছে মনে হয়েছে—এটা আইসিসির নয়, বিসিসিআইয়ের কোনো ইভেন্ট।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমালোচনা হয়েছে নানা কারণে। বিশ্বকাপের সূচি ঘোষণায় দেরি, ঘোষণার পর একাধিকবার সূচি পরিবর্তন, অনলাইনে টিকিট পাওয়া নিয়ে ঝামেলা তো ছিলই। খেলা কাভার করার জন্য নির্দিষ্ট কয়েকজন পাকিস্তানি সাংবাদিক ও সমর্থক ছাড়া বাকিদের ভারতের ভিসা না পাওয়ার বিষয় নিয়েও সমালোচনা হয়েছে। মুম্বাইয়ে আজ এসব নিয়ে প্রশ্ন করা হয়েছিল আইসিসির প্রধান গ্রেগ বার্কলেকে।

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে
ছবি: টুইটার থেকে

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মুম্বাইয়ে কথা বলেন বার্কলে। সেখানে আসে আর্থারের মন্তব্যের প্রসঙ্গও। এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই বিভিন্ন মহল থেকে সব সময়ই সমালোচনা হয়। এসব নিয়েই আমরা এগিয়ে যাব এবং আরও ভালো করার চেষ্টা করব।’

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে আহমেদাবাদ নিরাপত্তার চাদরে।
ছবি: এএফপি

বিশ্বকাপে দর্শক–খরা নিয়ে বার্কলের খুব একটা উদ্বেগ আছে বলে মনে হচ্ছে না। এ বিষয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘ইভেন্টটা কেবল শুরু হয়েছে। দেখা যাক, পুরো টুর্নামেন্টটা কেমন হয়। টুর্নামেন্ট শেষে আমরা পর্যালোচনা করব, দেখব বিশ্বকাপগুলো আর ক্রিকেটের অন্যান্য সুবিধার উন্নতি কীভাবে করা যায়।’

শেষে বার্কলে সফল একটি বিশ্বকাপের প্রত্যাশার কথাই ব্যক্ত করেছেন, ‘আমার বিশ্বাস যে এটা অসাধারণ এক বিশ্বকাপ হবে।’