শ্রীলঙ্কার ভরসার নাম এখন বৃষ্টি

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রানএএফপি

বৃষ্টি থেমেছিল। তবে টানা বৃষ্টি হওয়ায় গলে আজ আর খেলা সম্ভব নয় বলে জানিয়েছেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৩৬ রান। দলটি আছে ফলো অনে পড়ায় শঙ্কায়।

অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা ৫১৮ রানে পিছিয়ে, ফলো অন এড়াতে হলে করতে হবে আরও ৩১৯ রান। সঙ্গে গলে চতুর্থ দিনে ব্যাটিং করা একটু কঠিন হওয়ারই কথা।

তৃতীয় দিনে খেলাই হয়েছে মাত্র ২৭ ওভার। বৃষ্টিতে ভেসে গেছে দিনের শেষ দুই সেশন। ৩ উইকেটে ৪৪ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা ২৭ ওভারে তুলেছে ৯২ রান। আউট হয়েছেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ৬৩ ও কুশল মেন্ডিস ১০ রানে অপরাজিত আছেন।

আকাশের কী অবস্থা, দেখে নিচ্ছেন স্মিথ
এএফপি

রানের পাহাড়ে চাপা পড়া শ্রীলঙ্কার জন্য ভরসা হয়ে ছিলেন কামিন্দু। ১৩ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি মিচেল স্টার্কের বলে আউট হন ১৫ রানে। কামিন্দুর আউটের পর চান্ডিমাল ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন। তবে ম্যাথু কুনেম্যানের বলে ২২ রান করে আউট হন ধনাঞ্জয়া।

আরও পড়ুন

চান্ডিমাল এরপর কুশলকে নিয়ে অবিচ্ছিন্ন ২৯ রানের জুটি গড়লে বৃষ্টি শুরু হয়। যা আর একটি বলও মাঠে গড়াতে দেয়নি।

টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে আগেভাগে শেষ হয়েছিল। এর আগে ৬ উইকেটে ৬৫৪ রান তুলে গতকাল প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। আগামীকাল ১৫ মিনিট আগে দিনের খেলা শুরু হবে।

আরও পড়ুন