পিএসএলে মন্থরতম ফিফটি: বাবরকে নিয়ে ‘ট্রল’ রিশাদের সতীর্থের

লাহোর কালান্দার্সের স্যাম বিলিংস (বাঁয়ে) ও পেশোয়ার জালমির বাবর আজমছবি: পিসিবি

ব্যাট হাতে অনেক দিন হলো সেরা ছন্দে নেই বাবর আজম। এবারের পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বাবরের শুরুটা হয়েছিল খুব বাজে। পেশোয়ার জালমির হয়ে তাঁর প্রথম তিনটি ইনিংস—০, ১, ২!

এরপর অবশ্য কিছুটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাবর। পেয়েছেন দুটি অপরাজিত ফিফটিও (৫৬* ও ৫৩*)। তবে তাঁর সেই ইনিংস দুটি টি–টোয়েন্টির দাবি মেটাতে পারেনি।

এবারের পিএসএলে মন্থরতম ফিফটি করেছেন বাবর আজম
ছবি: পিসিবি

লাহোরে গত ২ মে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বাবর পেশোয়ারকে জিতিয়ে মাঠ ছাড়লেও ফিফটি ছুঁতে লেগেছে ৪৭ বল, যা বলের হিসেবে এবারের পিএসএলে মন্থরতম।

এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন বাবর। তাঁকে নিয়ে যিনি রসিকতা করেছেন, সেই স্যাম বিলিংস আবার পিএসএলের এই মৌসুমে দ্রুততম ফিফটি করেছেন! ইংল্যান্ডের এই উইকেটকিপার–ব্যাটসম্যান খেলেছেন লাহোর কালান্দার্সে। তাঁর দলেই খেলেছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন।

এবারের পিএসএলে দ্রুততম ফিফটি করেছেন স্যাম বিলিংস
ছবি: পিসিবি

রাওয়ালপিন্ডিতে গত ১৩ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১৯ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস উপহার দেন বিলিংস। পিএসএলে সেদিনই নিজের প্রথম ম্যাচ খেলেন রিশাদ। ৩ উইকেট নিয়ে লাহোর কালান্দার্সের বড় জয়ে অবদান রেখে অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখেন।

এবারের পিএসএলে দ্রুততম ও মন্থরতম ফিফটির একটি কার্ড বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ক্রিকউইক নামে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট।

রিশাদের লাহোর কালান্দার্স সতীর্থ বিলিংস সেটিই কাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার দিয়েছেন এবং আবহ সংগীত হিসেবে বাজিয়েছেন ভারতীয় টিভি সিরিজ (হাস্যরসাত্মক ধারাবাহিক নাটক) পঞ্চায়েতের একটি গান, যা পোস্টটিকে আরও রসিক করে তুলেছে।

এই কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে বাবরকে ট্রল করেছেন বিলিংস
ছবি: ইনস্টাগ্রাম

ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে গত সপ্তাহে পিএসএল স্থগিত করা হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ায় আগামী শনিবার থেকে পিএসএলের বাকি অংশ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পরদিন রোববার মুখোমুখি হবে রিশাদ–বিলিংসদের লাহোর ও বাবরের পেশোয়ার। দুই দলের জন্য ম্যাচটি ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ রূপ নিয়েছে। অর্থাৎ, এই ম্যাচের জয়ী দল উঠবে প্লে–অফ পর্বে।

বিলিংস যে ম্যাচে দ্রুততম ফিফটি করেছেন, সেই ম্যাচ দিয়েই পিএসএলে অভিষেক হয়েছে রিশাদের
ছবি: এক্স

বাবরের পেশোয়ারে বাংলাদেশের আলোচিত পেসার নাহিদ রানাও আছেন। তবে পিএসএলে এখনো নাহিদের অভিষেক হয়নি।

আরও পড়ুন

পিএসএল স্থগিত হওয়ায় পর পাকিস্তান ছেড়ে যাওয়ায় রিশাদ, নাহিদ, বিলিংসরা বাকি অংশে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা আছে।