সকালে কলম্বোয় সেঞ্চুরি, সন্ধ্যায় দুবাইয়ে ১২ বলে ৩৪ রান শানাকার

একই দিনে দুই দেশে দুই টুর্নামেন্টে খেলেছেন দাসুন শানাকাছবি: এক্স

ক্রিকেটের এই বিশ্বায়নের যুগে কে কোথায় কখন খেলছেন, মনে রাখাই মুশকিল! আজ এই লিগে তো কাল আরেক লিগে।

তাই বলে একই দিনে ভিন্ন সংস্করণের দুটি টুর্নামেন্টে খেলা, সেটাও ৩ হাজার ৩০৯ কিলোমিটার দূরত্বের দুটি শহরে—ব্যাপারটি অবিশ্বাস্য তো বটেই, বিরলও। কিন্তু এই ‘অসাধ্যকে সাধন’ করেছেন দাসুন শানাকা।

শ্রীলঙ্কার অলরাউন্ডার শানাকা গতকাল রোববার সকালে কলম্বোর পি. সারা ওভালে দেশটির প্রথম শ্রেণির প্রতিযোগিতা মেজর লিগ টুর্নামেন্টে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে করেছেন সেঞ্চুরি। এরপর সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছে আইএলটি২০-এর ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন ১২ বলে ৩৪ রানের ইনিংস।

আরও পড়ুন

আকাশপথে শ্রীলঙ্কার কলম্বো থেকে আরব আমিরাতের দুবাইয়ের দূরত্ব ৩ হাজার ৩০৯ কিলোমিটার। কলম্বো থেকে দুবাইয়ে সরাসরি ফ্লাইটে শানাকার যেতে লেগেছে সাড়ে চার ঘণ্টা। এর বাইরে পি. সারা ওভাল স্টেডিয়াম থেকে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে, ইমিগ্রেশন চেকিংয়ে এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছাতে আরও কয়েক ঘণ্টা তো লেগেছেই।

কলম্বোয় সেঞ্চুরি করার পরপরই দুবাইগামী বিমানে উঠেছেন দাসুন শানাকা
ছবি: ফেসবুক

পি. সারা ওভালে সিংহলিজ স্পোর্টস ক্লাব ও মুরস স্পোর্টস ক্লাবের ম্যাচটি শুরু হয়েছিল গত শুক্রবার। রমেশ মেন্ডিসের নেতৃত্বাধীন মুরস প্রথম দিনে পুরোটা সময় ব্যাট করে। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪১২ রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শানাকা ২১ ওভার বল করে নেন ১ উইকেট।

এরপর সিংহলিজ ব্যাটিংয়ে নামার পর ৫ উইকেটে ১৩৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। ওই দিন দলটির অধিনায়ক চারিত আসালাঙ্কা ২৬ ও শানাকা ৩৯ রানে অপরাজিত থাকেন।

গতকাল ম্যাচের শেষ দিনে আইএলটি২০-এর অনুশীলন সেরে নিতেই যেন ব্যাটিংয়ে নামেন শানাকা। ১০ চার ও ৮ ছক্কায় ৮৭ বলে ১২৩ রান উপহার দেন তিনি। আসালাঙ্কা আউট হন ৬৬ রানে। ষষ্ঠ উইকেটে দুজনের ১৭৮ রানের জুটির সুবাদেই ফলোঅন এড়ায় সিংহলিজ স্পোর্টস ক্লাব।

উইজডেনের প্রতিবেদনে বলা হয়েছে, শানাকা ১২৩ রান করে আউট হওয়ার পরপরই অথবা বড়জোর কিছুক্ষণ থাকার পর দুবাইগামী বিমান ধরতে পি. সারা ওভাল ত্যাগ করেন। গতকাল সকালে তিনি যখন আউট হন, তখন দিনের খেলার ১৭.৩ ওভার হয়েছে এবং প্রথম সেশনের সোয়া এক ঘণ্টার মতো হয়েছে। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে।

কাল মুরস-সিংহলিজ দুই দলই নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করলেও শানাকা ওই সময় সেখানে ছিলেন না। কলম্বোর স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ম্যাচটি শেষ হয়। এর ঘণ্টাখানেক পর দুবাই পৌঁছেই আইএলটি২০-তে খেলতে নামেন। সুনীল নারাইন-গুড়াকেশ মোতি-ডেভিড উইলিদের নিয়ে গড়া আবুধাবি নাইট রাইডার্সের বোলিং আক্রমণের বিপক্ষে ৪ চার ও ২ ছক্কায় ১২ বলে ৩৪ রান করেন শানাকা।

শেষ দিকে শানাকার বিধ্বংসী ব্যাটিংয়েই দুবাই ক্যাপিটালস আবুধাবি নাইট রাইডার্সকে ২১৮ রানের লক্ষ্য দিতে পারে। ম্যাচটি শেষ পর্যন্ত ২৬ রানে জিতে প্লে-অফ পর্বে জায়গা করে নেয় দুবাই; আর বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন আবুধাবিকে বিদায় নিতে হয় লিগ পর্ব থেকে।  

সাম্প্রতিক সময়ে কোনো খেলোয়াড়ের একই দিনে দুটি আলাদা টুর্নামেন্টে খেলার ঘটনা এটাই প্রথম নয়। গত ১ ডিসেম্বর এই কাজটি করেছিল আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ গজনফর। সেদিন শারজায় অনূর্ধ্ব-১৯ এশিয়ার কাপের সকালের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন গজনফর। সন্ধ্যায় আবুধাবিতে টি১০ লিগে খেলেন টিম আবুধাবির হয়ে।

আফগান স্পিনার আল্লাহ গজনফরও গত বছর একই দিনে দুই ভেন্যুতে দুই ম্যাচ খেলেছেন
ছবি: এসিবি

কিন্তু সেই ম্যাচ দুটি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সড়কপথে শারজা থেকে আবুধাবির দূরত্ব ১৬৫ কিলোমিটারের মতো, বাসে যেতে লাগে ১ ঘণ্টা ৫০ মিনিট। আকাশপথের দূরত্ব আরও কম; ১৪৩ কিলোমিটার, যেতে লাগে বড়জোর ২০ মিনিট।

গত বছরের জুলাইয়ে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির আট দিনের ব্যবধানে দুই দেশের তিনটি লিগে খেলেছেন—ইংল্যান্ডের টি-২০ ব্লাস্ট, দ্য হানড্রেড এবং কানাডার গ্লোবাল লিগ টি২০-তে।

কিন্তু দাসুন শানাকা ৩ হাজার ৩০৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল যা করেছেন, তা এককথায় অবিশ্বাস্য!