সিলেটে বৃষ্টি বাগড়ার ম্যাচের ১০টি মুহূর্ত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃষ্টি বাগড়ায় ম্যাচটা ফল দেখেনি, পরিত্যক্ত ঘোষিত হয়েছে। তবে যেটুকু খেলা হয়েছে, তাতেই জন্ম হয়েছে রং-বেরঙের মুহূর্তের। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখুন ১০টি নির্বাচিত মুহূর্ত।
১ / ১০
বড় টুর্নামেন্টে মাসকট থাকে, দ্বিপাক্ষিক সিরিজে সাধারণত এমন কিছু দেখা যায় না। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে আজ মাসকটের মতো করেই সেজে এসেছেন একজন। বুকে আর কপালে অবশ্য লাল-সবুজের পতাকা বহন করে বাংলাদেশি সমর্থক পরিচয়ও তুলে ধরেছেন
শামসুল হক
২ / ১০
৭৩ রানের ইনিংসে চমৎকার কিছু শট খেলেছেন লিটন দাস। তারই একটি ...
শামসুল হক
৩ / ১০
সাইফ হাসানের ব্যাট আর প্যাডের মাঝ দিয়ে বল গিয়ে আঘাত হেনেছে স্টাম্পে। বল যাচ্ছিল পেছনেই, তবে বেল দুটো উড়ল শূন্য
শামসুল হক
৪ / ১০
যে মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে, তাতে মনে হতেই পারে তেড়েফুঁড়ে ব্যাট চালিয়েছেন নুরুল হাসান
শামসুল হক
৫ / ১০
নুরুল হাসানের ক্যাচটা হাতে জমিয়েছিলেন আরিয়ান দত্ত, কিন্তু সীমানারেখায় পা লাগায় বল ছুড়ে দিয়েছিলেন ওপরের দিকে। শেষ রক্ষা হয়নি তাঁর দলের, ছক্কা পেয়েছেন নুরুল
শামসুল হক
৬ / ১০
আকাশে মেঘ জমেছে। এর মধ্যেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম আলোকিত করে রেখেছে ফ্লাডলাইট
শামসুল হক
৭ / ১০
বৃষ্টি নেমেছে। মাঠ ছাড়ার আগে স্টাম্প তিনটি উপড়ে নিলেন আম্পায়ার
শামসুল হক
৮ / ১০
মাঠকর্মীরা ঢুকছেন কাভার হাতে, লিটন ছুটছেন ডাগআউটের দিকে
শামসুল হক
৯ / ১০
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় মাঠ ছেড়েছেন দুই আম্পায়ার মোরশেদ আলী খান (বাঁয়ে) ও মাসুদুর রহমান (ডানে)
শামসুল হক
১০ / ১০
সিরিজজয়ের ট্রফি হাতে ‘ম্যান্ডেটরি পোজ’
শামসুল হক