ওয়ানডেতে ব্যাটিং পজিশন নিয়ে সন্তুষ্ট নন রিজওয়ান

নিজের ব্যাটিং অর্ডার নিয়ে সন্তুষ্ট নন রিজওয়ানছবি: টুইটার

ওয়ানডে ক্রিকেটে সময়টা দারুণ কাটছে মোহাম্মদ রিজওয়ানের। এই সংস্করণের সর্বশেষ ৬ ম্যাচে ফিফটি করেছেন ৪টি। এই চার ম্যাচের তিনটিতেই ছিলেন অপরাজিত, সব মিলিয়ে অপরাজিত ছিলেন ৪ ইনিংসে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলেছেন দুটি গুরুত্বপূর্ণ ইনিংস। তবে ব্যাট হাতে নিয়মিত রান পেলেও নিজের ব্যাটিং অর্ডার নিয়ে সন্তুষ্ট নন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

রিজওয়ান টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করলেও বাকি দুই সংস্করণে ব্যাট করেন মিডল অর্ডারে। ওয়ানডে ক্রিকেটে তাঁর পছন্দের ব্যাটিং পজিশন চার নম্বরে। এই ব্যাটিং পজিশনে তাঁর রেকর্ডও ভালো।

আরও পড়ুন

চার নম্বরে ২০ ইনিংস ব্যাটিং করে রিজওয়ান ৪৩.৬৪ গড়ে রান করেছেন ৭৪২। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে প্রথম দুই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন রিজওয়ান। প্রথম ম্যাচে ৪২ রান করা রিজওয়ান দ্বিতীয় ম্যাচে করেন ৪১ বলে ৫৪ রান।

আরও পড়ুন

তবে এরপরও চার নম্বরে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন রিজওয়ান। তবে দলের প্রয়োজনে প্রিয় জায়গা ছেড়ে কোনো আপত্তি নেই এই  উইকেটকিপার ব্যাটসম্যানের, ‘সত্যি বলতে, আমার পাঁচ নম্বরে ব্যাটিং করা নিয়ে আমি সন্তুষ্ট নই। কারণ, আমি চার নম্বরে ব্যাটিং করতে চাই। কিন্তু আমি যা চাই, সেটি গুরুত্বপূর্ণ না। অধিনায়ক ও কোচের যা পছন্দ, সেটিই হবে। আমার ইচ্ছা চার নম্বরে ব্যাটিং করা। আমি এ নিয়ে কোনো অভিযোগ করিনি। ১৫-১৬ বছর ধরেই আমি ছাড় দিয়ে আসছি, অভিযোগ করিনি। অধিনায়ক ও কোচ যে সিদ্ধান্ত নেবেন, তা মানার জন্য আমরা প্রস্তুত।’

ছন্দে আছেন রিজওয়ান
ছবি: এএফপি

টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও সিরিজ জিততে পারেনি বাবর আজমের দল। ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া পাকিস্তান সেই ভুল আর করতে চায় না, ‘অতীত ভুলতে চাই, ভালো–খারাপ যা–ই হোক। কন্ডিশন ও প্রয়োজনীয়তা—দুটিই এখন ভিন্ন। আমরা সিরিজ জিততে চাই। আমাদের মনোযোগ সে দিকেই।’

আরও পড়ুন