লন্ডনে চুরির ভয়ে ঘড়ি, আংটি খুলে রাখছেন পিটারসেন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনএক্স

হাতঘড়ি খুলে রেখেছেন, আঙুলে নেই বিয়ের আংটিও। খুব ব্যতিক্রম কিছু নয়। কিন্তু এভাবে হাত খালি রেখে ঘোষণা দিয়েই লন্ডন–মুখো হয়েছেন কেভিন পিটারসেন। ঘোষণার সঙ্গে জুড়ে দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খানের নাম। ইঙ্গিতটা স্পষ্ট, সাদিকের শহরে নিরাপত্তার অভাব। চুরি–ছিনতাইয়ের ভয় আছে।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক পিটারসেনের এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে কেউ তাঁকে সমর্থন দিচ্ছেন, আর কেউবা উল্টো উদ্দেশ্যমূলক বার্তার জন্য সমালোচনা করেছেন। পিটারসেন অবশ্য একটা পোস্ট দিয়েই ক্ষান্ত হননি। পরে লন্ডন শহরে পৌঁছানোর আপডেটও দিয়েছেন!

ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট খেলা পিটারসেন ঠিক কোথায় ছিলেন তা স্পষ্ট নয়। যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে এক্সে নিজের খালি হাতে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আজ লন্ডনে যাচ্ছি। কোনো ঘড়ি নেই। একটা প্লাস্টিকের রিং আছে। অভিনন্দন সাদিক খান।’

মেইল অনলাইনের খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে লন্ডনে চুরি–ছিনতাই বৃদ্ধির ঘটনায় সমালোচনার মধ্যে আছেন মেয়র সাদিক খান। মেট্টোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুসারে ২০২২ সালে লন্ডনে ঘড়ি, হাতব্যাগ ও মোবাইল ফোন চুরির ঘটনা রেকর্ড হয়েছিল ৫৭ হাজার ৪৬৮টি, যা ২০২৩ সালে ২৭ শতাংশ বেড়ে ৭২ হাজার ৭৫৬টি। নিরাপত্তাব্যবস্থা দৃঢ় করতে মেয়র নিজেই পুলিশের জন্য পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় সরকারকে অভিযুক্ত করে আসছেন।

আরও পড়ুন

মূলত পিটারসেন তাঁর পোস্টের মাধ্যমে শহরে ছুরি–ছিনতাই বৃদ্ধির বিষয়টিই ইঙ্গিত করেছেন। যা সমর্থন করে কেউ কেউ লিখেছেন, ‘লন্ডনের নিরাপত্তা ভেঙে পড়েছে, ‘নিরাপত্তা সবার আগে’। তবে আরেকটি পক্ষ দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে পিটারসেনের সমালোচনাও করেছেন।

আলোচিত–সমালোচিত পোস্টটির ঘণ্টা পাঁচেক পর আরেকটি ছবি পোস্ট করেন পিটারসেন। সেখানে তিনি লেখেন, ‘আপডেট! লন্ডনে চমৎকার একটি দিন কাটাচ্ছি। এই শহরটা আসলেই অবিশ্বাস্য। অভিনন্দন সাদিক খান!’

আরও পড়ুন