রোহিতদের গাভাস্কারের পরামর্শ, ‘শুধু শাহিন নয়, নাসিমের দিকেও তাকাতে হবে’

পাকিস্তানের পুরো পেস আক্রমণই বিধ্বংসী বলে মনে করেন সুনীল গাভাস্কারফাইল ছবি

পুরোনো সেই দিন যেন ফিরে এসেছে আবার! যে সময় পাকিস্তান দলে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসরা, ভারত দলে শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী-রাহুল দ্রাবিড়রা। সেই সময় ভারত-পাকিস্তান ম্যাচকে বলা হতো ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের ফাস্ট বোলারদের লড়াই।

ভারত বা পাকিস্তান, কোনো দলেরই সেই সোনালি দিন এখন আর নেই। ভারতের ব্যাটিং লাইনআপ এখন আর বিশ্বের সেরা নয়। পাকিস্তানের বোলিংও কি সেই আগের মতো আছে? কিন্তু কিছুটা হলেও শাহিন আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফ ফিরিয়ে এনেছেন পাকিস্তানের বোলিংয়ের সেই পুরোনো দিন!

তাই তো আরেকটা ভারত-পাকিস্তান ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের ফাস্ট বোলিং। আফ্রিদি-নাসিম-রউফ—এই ত্রয়ীকে কীভাবে সামলাবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলরা, আলোচনা হচ্ছে সেটা নিয়েই।

আরও পড়ুন
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার
ছবি : আইসিসি

সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ব্যাটসম্যান অবশ্য পাকিস্তানের বোলিং নিয়ে অনুজদের পরামর্শ দিয়ে রেখেছেন। এবারের এশিয়া কাপে প্রথম রাউন্ডে ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে ফল না দেখলেও ভারত ব্যাটিং করতে পেরেছিল।

সেই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারত ২৬৬ রানে অলআউট হয়। এরপর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের সেরা দুই ব্যাটসম্যান রোহিত ও কোহলিকে আউট করেন শাহিন আফ্রিদি। তাঁর গতি আর ইয়র্কার ভারতের ব্যাটসম্যানরা আজ সুপার ফোরের ম্যাচে কীভাবে সামলাবেন—এ নিয়ে খুব কথা হচ্ছে।

কিন্তু গাভাস্কার শুধু আফ্রিদিতে ভারতীয় ব্যাটসম্যানদের মনোযোগ আটকে ফেলতে না করেছেন। নাসিম আর রউফের দিকেও চোখ রাখতে হবে, গাভাস্কারের পরামর্শটা এ রকমই, ‘আপনি যদি (আগের ম্যাচের প্রথম) ১০ ওভারের দিকে তাকান, নাসিম কীভাবে বল করেছে, সেটা খেয়াল করতে হবে। তার আউট সুইংগুলো ছিল দুর্দান্ত। তার বল খেলাটা খুবই কঠিন।’

আরও পড়ুন
অনুশীলনে পাকিস্তান ফাস্ট বোলার নাসিম শাহ
ছবি: এএফপি

স্পোর্টস তাক ও সামা টিভিকে গাভাস্কার এরপর বলেছেন, ‘এটা ঠিক যে শাহিন আফ্রিদি রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট দুটি নিয়েছে। তাই মনোযোগ তার দিকেই ছিল। কিন্তু নাসিম যেভাবে বল করছে, সেটা ছিল দুর্দান্ত। তার বিপক্ষে শুভমান গিলই বেশি খেলেছে। গিল ওর বলগুলো ভালোই ছাড়ছিল।’

ভারতের বিপক্ষে সেই ম্যাচে আফ্রিদি ১০ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আর নাসিম ৮.৫ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ভারতের বাকি ৩টি উইকেট নিয়েছেন রউফ। পাকিস্তানের ৩ পেসার এবারের এশিয়া কাপে কতটা বিধ্বংসী, সেটা আরও স্পষ্ট হয় আরেকটি পরিসংখ্যানে। এখন পর্যন্ত খেলা ৩ ম্যাচে পাকিস্তানের এই তিন ফাস্ট বোলার মিলে নিয়েছেন ২৩ উইকেট। রউফ ৯টি, আফ্রিদি ও নাসিম ৭টি করে।

আরও পড়ুন