৭১৮৭ রানের সিরিজে সেরা পাঁচে কারা ও ভারতীয় পেসারদের রেকর্ড

ড্র হয়েছে ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজএএফপি
অবশেষে থামল লড়াই। পাঁচ ম্যাচের ধুন্ধুমার লড়াই শেষে ২-২-এ ড্র হলো ইংল্যান্ড-ভারত টেস্ট। ব্যাটসম্যানদের এই সিরিজে ভারতীয় পেসাররাও কিছু রেকর্ড গড়েছেন। রানপ্রসবা এই সিরিজে ব্যাটিং-বোলিংয়ের শীর্ষে পাঁচে জায়গা পেলেনই বা কারা।

শেষ টেস্টে ভারতের জয়ের ব্যবধান। টেস্টে রানের হিসাবে ভারতের সবচেয়ে ছোট জয় এটি। আগের রেকর্ড ১৩, ২০০৪ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সব মিলিয়ে টেস্টে এটি রানের হিসাবে অষ্টম ছোট জয়।

২৩

• সিরিজে মোহাম্মদ সিরাজের উইকেট। ইংল্যান্ডে এক সিরিজে ভারতীয় বোলারদের রেকর্ডে যশপ্রীত বুমরার পাশে বসলেন সিরাজ। ২০২১-২২ সালে ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে ২৩ উইকেট নিয়েছিলেন বুমরা।
• পাঁচ বছরের টেস্ট ক্যারিয়ারে এই সিরিজেই সবচেয়ে বেশি উইকেট পেলেন সিরাজ। আগের রেকর্ড ২০, সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে (২০২৪-২৫)।

সিরিজে ভারতীয় পেসারদের ৫ উইকেট নেওয়ার সংখ্যা। যা এক সিরিজে দলটির রেকর্ড। আগের রেকর্ড ৪, ১৯৮১-৮২ মৌসুমে ইংল্যান্ডের ভারত সফরে।

৭০

সিরিজে ভারতীয় পেসারদের উইকেট। এক সিরিজে যা ভারতীয় পেসারদের তৃতীয় সর্বোচ্চ। ২০২১-২২ সালে ইংল্যান্ডে সর্বোচ্চ ৭৩ উইকেট নিয়েছিলেন তাঁরা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ৭২টি।

৭১৮৭

সিরিজে দুই দল মিলিয়ে রান। টেস্টে পাঁচ ম্যাচের সিরিজে যা সর্বোচ্চ। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৩ সালে ইংল্যান্ডেই ৬ ম্যাচের অ্যাশেজে উঠেছিল ৭২২১ রান। ৫ ম্যাচের সিরিজে আগের রেকর্ড ৬৮২৬ রান, ১৯২৮-২৯ মৌসুমের অ্যাশেজে।

টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি রান

* শুরুতে স্বাগতিক দলের নাম