ব্যাটিংয়ে ১৫ বছরের পুরোনো স্মৃতি, এরপর জয়াসুরিয়ার ঘূর্ণি

৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে চাপে ফেলে দিয়েছেন প্রবাত জয়াসুরিয়া (বাঁয়ে)এএফপি

উপমহাদেশে আসার আগে থেকেই আয়ারল্যান্ড জানত, কী অপেক্ষা করছে তাদের জন্য। সেই স্পিনেরই ভয়াল রূপ দেখল আজ তারা। গলে প্রথম টেস্টের দ্বিতীয় দিন প্রবাত জয়াসুরিয়ারের ঘূর্ণির কবলে পড়েছে আইরিশরা। ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করার পর দ্বিতীয় দিন শেষে ১১৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড। জয়াসুরিয়া নেন ৫ উইকেট।

৪৭৪ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডের আশা হয়ে ২১ রানে অপরাজিত আছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা লরকান টাকার, তাঁর সঙ্গী অ্যান্ডি ম্যাকব্রাইন।

৪ উইকেটে ৩৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। গতকাল দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের পর আজ সেঞ্চুরি পান দীনেশ চান্ডিমাল ও সাদিরা সামারাবিক্রমা। চতুর্থবারের মতো শ্রীলঙ্কার এক ইনিংসে সেঞ্চুরি পেলেন চারজন, সর্বশেষ এমন ঘটনা ছিল ২০০৮ সালে।

দীনেশ চান্ডিমাল ও সাদিরা সামারাবিক্রমা (ডানে), দুজনই পান সেঞ্চুরি
এএফপি

৬ উইকেটে ৫০৩ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল শ্রীলঙ্কা, চান্ডিমাল ও সামারাবিক্রমা দুজনই ফিফটি করে অপরাজিত ছিলেন। বিরতির পর সেঞ্চুরি পান দুজনই। চান্ডিমালের মাইলফলকে যেতে লাগে ১৫২ বল। তুলনামূলক বেশি আক্রমণাত্মক সামারাবিক্রমার লাগে মাত্র ১১২ বল। পঞ্চম টেস্ট খেলতে নামা উইকেটকিপার-ব্যাটসম্যান সামারাবিক্রমার এটি প্রথম টেস্ট সেঞ্চুরি।

আরও পড়ুন

দুজনের ১৮৩ রানের জুটি আইরিশরা ভাঙতে পারেনি, চা-বিরতির আগেই ইনিংস ঘোষণা করে দেন শ্রীলঙ্কা অধিনায়ক করুনারত্নে। গতকালের মতো আজও দ্রুতগতিতে রান তুলেছে স্বাগতিকেরা, ১৩১ ওভারের ইনিংসে তাদের রান রেট ছিল ৪.৫১।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় আয়ারল্যান্ড। ওপেনার মারে কমিন্স ও অধিনায়ক অ্যান্ডি বলবার্নি ফেরেন বিশ্ব ফার্নান্ডোর প্রথম ওভারে। কমিন্স বোল্ড হন, বলবার্নি তোলেন ক্যাচ।

গল টেস্টে উড়ছে শ্রীলঙ্কা
এএফপি

৪ রানে ২ উইকেট হারানো আয়ারল্যান্ডকে বেশ খানিকটা টেনেছিলেন হ্যারি টেক্টর ও জেমস ম্যাককলাম। তৃতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৭০ রান। বিপত্তি বাধে ২৪তম ওভারের প্রথম বলে। জয়াসুরিয়ারার ড্রিফট ও টার্নের জবাব ছিল না টেক্টরের, তিনি ক্যাচ তোলেন প্রথম স্লিপে। ১ বল পরই নিয়ন্ত্রণহীন ড্রাইভে কাভারে ক্যাচ তোলেন কার্টিস ক্যাম্ফার। ২ উইকেটে ৭৪ রান থেকে ১ ওভারের মধ্যেই ৪ উইকেটে ৭৪ রানে পরিণত হয় আয়ারল্যান্ড।  

আরও পড়ুন

জয়াসুরিয়া সেখানেই থামেননি। নিজের পরের ওভারে এসে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন ম্যাককলামকে। তাঁর পরের শিকার পিটার মুর, যিনি হন কট-বিহাইন্ড। মাঝে জয়াসুরিয়ার এক ওভারে দুই চার মেরে একটু আক্রমণের ইঙ্গিত দেন লরকান টাকার, তবে এ বাঁহাতি স্পিনার আয়ারল্যান্ডের ক্ষতি করেন আরও। জর্জ ডকরেলকে ফিরিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে পঞ্চমবার ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন জয়াসুরিয়া।