নেদারল্যান্ডসের পূর্ণশক্তির বিশ্বকাপ দলে চমক ৩৫ বছর বয়সী এঙ্গেলব্রেখট

বিশ্বকাপের দল ঘোষণা করেছেন নেদারল্যান্ডসআইসিসি

বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মতো দলকে টপকে ভারতের টিকিট পেয়েছে নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ সে টুর্নামেন্টে বেশ কয়েকজন শীর্ষ সারির ক্রিকেটারকে ডাচরা পায়নি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ বলে সেখানে খেলতে পারেননি তাঁরা। তবে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের দলে তাঁদের পাচ্ছে নেদারল্যান্ডস। আজ ঘোষিত নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে ফিরেছেন কলিন অ্যাকারম্যান, পল ফন মিকেরেন ও রোলফ ফন ডার মারওয়ে। আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস।

ব্যাটিং অলরাউন্ডার অ্যাকারম্যান সর্বশেষ নেদারল্যান্ডসের হয়ে খেলেছিলেন গত মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। ডানহাতি পেসার ফন মিকেরেনের শেষ ম্যাচ এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। অন্যদিকে স্পিন অলরাউন্ডার ফন ডার মারওয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ২০২১ সালের পর থেকে কোনো ওয়ানডে খেলেননি।

আরও পড়ুন

বিশ্বকাপের ১৫ সদস্যের দলে চমক হয়ে এসেছে ব্যাটসম্যান সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের নাম। আগামী সপ্তাহে ৩৫ পূর্ণ করতে চলা এঙ্গেলব্রেখটের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম নজর কেড়েছিলেন তিনি। এখন পর্যন্ত ৫৮টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪৫.৫৩ গড়ে ১২৭৫ রান করেছেন এঙ্গেলব্রেখট, সঙ্গে খেলেছেন ৫৪টি প্রথম শ্রেণি ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে ২০১৬ সালের পর কোনো স্বীকৃত ম্যাচ খেলেননি তিনি।

২০১৬ সালের পর থেকে স্বীকৃত কোনো ক্রিকেট ম্যাচ খেলেননি এঙ্গেলব্রেখট
বিসিসিআই

তাঁদের জায়গা করে দিতে বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন মাইকেল লেভিট, ভিভিয়ান কিংমা, ক্লেটন ফ্লয়েড ও রায়ান ক্লাইন। চোটের কারণে দলে রাখা হয়নি বাঁহাতি পেসার ফ্রেড ক্লাসেনকে। ব্যাটসম্যান নোয়া ক্রসকে রাখা হয়েছে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। তাঁর সঙ্গে রিজার্ভ হিসেবে আছেন পেসার কাইল ক্লাইন। বিশ্বকাপের আগে ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর হতে যাওয়া ক্যাম্পে থাকবেন টিম প্রিঙ্গলও।

আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ সাফল্যের পরও ভারতে নেদারল্যান্ডস যাবে তেমন কোনো ম্যাচ প্রস্তুতি ছাড়াই। বিশ্বকাপের আগে কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই দলটির। তবে সেটিকে কাজে লাগিয়েছে ডাচরা, এমন বলেছেন প্রধান কোচ রায়ান কুক, ‘জিম্বাবুয়েতে বাছাইপর্ব পেরোনোর পর থেকেই স্বাভাবিকভাবে আমাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোনো দ্বিপাক্ষিক সিরিজ না থাকায় আমরা নানা দৃশ্যকল্প ধরে পরিকল্পনা করতে পেরেছি। গত কয়েক মাসে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা কঠোর পরিশ্রম করেছে পুরো দলের সঙ্গে। সবাই দারুণ নিবেদিত, লক্ষ্য পূরণে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করে যাচ্ছে।’

দুই বছর ওয়ানডে খেলেননি ফন ডার মারওয়ে
এএফপি

আর দল নিয়ে কুক বলেছেন, ‘আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয় আছে। আমরা একতাবদ্ধ, যেটি সবাইকে নিজেদের মেলে ধরতে সহায়তা করে।’

২০১১ সালের পর এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে ডাচদের। ৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে তাদের। মূল টুর্নামেন্ট শুরুর আগে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ও ৩ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডি, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারওয়ে, টেজা নিডামানুরু, ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

স্ট্যান্ডবাই—নোয়া ক্রস, কাইল ক্লেইন।