‘বাংলা ওয়াশ’ সিরিজের ফল নিয়ে ভাবছেন না নুরুল

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তান অধিনায়কের সঙ্গে নুরুলছবি: টুইটার

নুরুল হাসান–লিটন দাসরা এখন নিউজিল্যান্ডে। সেখানে পাকিস্তানসহ ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে পরশু। ৭ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তিন দলের অধিনায়ক ক্রাইস্টচার্চে যখন ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন করলেন, তখন আজ ঢাকার একটি হোটেলে হয়ে গেল এই সিরিজের লোগো ও নাম উন্মোচন।

টাইটেল স্পনসরের নাম অনুযায়ী সিরিজের নাম রাখা হয়েছে ‘বাংলা ওয়াশ আন্তর্জাতিক টি–টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ’। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ সামনে রেখে নিজেদের প্রস্তুতির কথা জানালেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নুরুল হাসান।

বিসিবির ভিডিও বার্তায় কথা বলেছেন নুরুল হাসান। নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে একটি কথা একাধিকবার বলতে শোনা গেল তাঁকে, ‘আমরা ফল নয়, প্রসেস নিয়ে ভাবছি।’ নুরুল ‘প্রসেস’ বলতে বুঝিয়েছেন, নিজেদের প্রস্তুতি ও ধারাবাহিকতাকে, ‘আমরা প্রক্রিয়া নিয়ে ভাবছি, ফল নিয়ে ভাবছি না। ফল তো আর আমাদের হাতে থাকবে না। সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। একজন আরেকজনকে সাহায্য করছে। দলের একতায় এটা গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করছি।’

নিউজিল্যান্ডে অনুশীলনে বাংলাদেশ দল
ছবি: বিসিবি

প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান নিয়ে নুরুল বলেছেন, ‘অবশ্যই পাকিস্তান অনেক ভালো দল। কিন্তু আমার কাছে মনে হয়, আমরা যদি তিন দিক থেকে, অর্থাৎ ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ভালো করতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে।’ নুরুল মুখ ফুটে না বললেও বোঝা যায়, সেই ‘ভালো কিছু’ জয় ছাড়া আর কিছুই নয়।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলাকে সুবিধা হিসেবেই দেখছেন নুরুল।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ান কন্ডিশনে মানিয়ে নিতে দেশটির তাসমান সাগরপাড়ের প্রতিবেশীদের মাটিতে এই সিরিজ প্রস্তুতি হিসেবে ভালোই কাজে লাগবে বলে মনে করেন তিনি, ‘এশিয়ার কন্ডিশনের চেয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার কন্ডিশন পুরোপুরি আলাদা। আমার কাছে মনে হয় যে এটি আমাদের জন্য খুব ভালো সুযোগ যে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা এ রকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং পাকিস্তান-নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। এটি বিশ্বকাপে আমাদের উদ্দীপ্ত করবে। এখান থেকে আমরা ইতিবাচক দিকগুলো নিয়ে যদি আমরা বিশ্বকাপে যেতে পারি, ইনশা আল্লাহ, ভালো রেজাল্ট আশা করতে পারি।’

অনুশীলনে ভালোভাবেই প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ দল
ছবি: বিসিবি

আগের দিন দলের আবহ নিয়ে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, তরুণ দলটি বেশ রোমাঞ্চিত, উচ্ছ্বসিত। আজ দলের ভেতরকার পরিবেশ নিয়ে নুরুল বলেছেন, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমার কাছে মনে হয়, সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের সবার কাছে একটা বার্তাই দেওয়া হচ্ছে, আমরা যেন ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। ফল কী হবে, তা আগে থেকে অনুমান করার সুযোগ নেই।’

নিউজিল্যান্ডে বৃষ্টি ও বরফ পড়লেও দুটো দিন বেশ ভালোভাবে অনুশীলন করার কথাও জানিয়েছেন নুরুল। প্রস্তুতি ভালো হচ্ছে বলেই জানালেন বাংলাদেশের সহ-অধিনায়ক, ‘আমার কাছে মনে হয়, প্রস্তুতির দিক থেকে সবাই খুব ভালো করছে। এমন আবহাওয়া থাকার পরও আমরা অনুশীলন করতে পারছি, এটা খুব ভালো। আগামীকালও অনুশীলন করব। তো ম্যাচের আগে আমরা প্রস্তুতির দিক থেকে শতভাগ ঠিক আছি।’