রোহিতের অধিনায়কত্বে হতাশ গাভাস্কার

রোহিত শর্মার নেতৃত্বে এখনো বড় টুর্নামেন্ট জিততে পারেনি ভারতরয়টার্স

রোহিত শর্মার নেতৃত্বে ভারতের অর্জন কী?

প্রশ্নটা ওঠার কারণ এরই মধ্যে তাঁর নেতৃত্বের প্রায় দেড় বছর হয়ে গেছে। এ সময় টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। দুটিতেই রোহিতের দলের শেষটা হয়েছে হতাশায়।

গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে। আর এ বছরের জুনে লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার অস্ট্রেলিয়ার কাছে। আইপিএলে ৬টি (মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসেবে ৫টি, ডেকান চার্জার্সের খেলোয়াড় হিসেবে ১টি) শিরোপাজয়ী রোহিতের ভারতীয় দলে সাফল্যহীনতায় হতাশ সুনীল গাভাস্কার।

কিংবদন্তি এই ক্রিকেটার ভারতের বাইরে রোহিতের অধিনায়কত্ব নিয়ে অসন্তুষ্ট, ‘আমি ওর কাছে আরও ভালো কিছু আশা করেছিলাম। ভারতে ব্যাপারটা ভিন্ন। কিন্তু বিদেশের মাটিতেই তো আসল পরীক্ষা। এ জায়গাটিতে আমি কিছুটা হতাশ। টি–টোয়েন্টি সংস্করণের কথা যদি বলি—আইপিএলের এত অভিজ্ঞতা, শত শত ম্যাচে অধিনায়কত্ব আর সেরা খেলোয়াড়ের মিশ্রণে গড়া দল নিয়েও ফাইনাল খেলতে না পারাটা হতাশাজনক।’

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার
ছবি : আইসিসি

প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা গাভাস্কার ভারতীয় দল নিয়ে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে। অধিনায়ক রোহিতের পাশাপাশি কোচিং স্টাফদের নিয়েও কথা বলেছেন গাভাস্কার। তাঁর মতে, কেউ নিয়মিতভাবে ব্যর্থ হলে কোচদের জবাবদিহি করতে হবে, ‘ব্যাটসম্যানরা যদি দিনের পর দিন একই ভুল করে যেতে থাকেন, তাহলে তাঁদের (কোচদের) কৌশলের কী হলো, জিজ্ঞাসা করতে হবে। তাঁরা কি ব্যাটসম্যানের উন্নতি ঘটাতে চেষ্টা করেছেন। তাঁরা কি বলার চেষ্টা করেছেন যে ব্যাটিংয়ের সময় ভিন্নভাবে দাঁড়িয়ে দেখো, লেগ স্টাম্পে গার্ড নিয়ো না, মিডল বা অফ স্টাম্পে নাও।’

আরও পড়ুন

গাভাস্কারকে জিজ্ঞাসা করা হয়েছিল, ধারাভাষ্যকার হিসেবে ভারতের প্রায় সব ম্যাচেই তিনি মাঠে থাকেন। গত ৫ থেকে ১০ বছরের মধ্যে কোনো ব্যাটসম্যান তাঁর কাছে ব্যাটিং নিয়ে পরামর্শ চেয়েছিল কিনা? জবাবে নেতিবাচক তথ্য দেন ভারতের এই কিংবদন্তি, ‘না, একজনও আসেনি। আগে রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণরা নিয়মিত আসত। ওরা নিজেদের নির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করত। আমি আমার পর্যবেক্ষণ থেকে বলতাম।’

ভারতের বাইরে অধিনায়ক রোহিতের সাফল্য না পাওয়া নিয়ে হতাশ গাভাস্কার
রয়টার্স

তবে এখনকার ক্রিকেটাররা কিছু জানতে না চাইলেও এ নিয়ে বিশেষ আক্ষেপ নেই গাভাস্কারের। আর নিজ থেকেও কাউকে কিছু বলতে যান না, কারণ, অভিজ্ঞ কোচরা আছেন, ‘ওদের সঙ্গে কথা বলতে আমার কোনো অহংবোধ নেই। আমি এগিয়ে গিয়ে কথা বলতেই পারি। তবে ওদের দুজন কোচ আছে—রাহুল দ্রাবিড় আর বিক্রম রাঠোর। কখনো কখনো পিছিয়ে আসতে হবে। কারণ, খেলোয়াড়দের সঙ্গে অনেক বেশি কথা বলে সংশয়ে ফেলা ঠিক নয়।’

আরও পড়ুন