সম্প্রচার শেষ ২২ জুলাই ২০২৫

২য় টি–টোয়েন্টি: পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের, মাইলস্টোনে নিহতদের উৎসর্গ

১৬: ৪৭ , জুলাই ২২

সিরিজ জয়কে মাইলস্টোনে নিহতদের উৎসর্গ

আমরা সবাই জানি, গতকাল যে ঘটনা ঘটেছে সেটা সব বাংলাদেশির জন্যই হৃদয়বিদারক মুহূর্ত। এই সিরিজজয় সম্পূর্ণভাবে উৎসর্গ করছি নিহতদের এবং তাঁদের পরিবারকে। আমরা জানি, হারানো জীবনগুলো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু অন্তত আমাদের পক্ষ থেকে এই জয় তাঁদের জন্য উৎসর্গিত।
লিটন দাস, অধিনায়ক, বাংলাদেশ
১৫: ৪৮ , জুলাই ২২

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

বাংলাদেশের সিরিজ জয়ের উল্লাস
শামসুল হক

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা ওভারে প্রথম বলে ৪ মেরে সমীকরণটাকে ৫ বলে ৯ বানিয়ে দেন আহমেদ দানিয়াল। পরের বলে ছক্কা মারতে গিয়ে দানিয়াল বাউন্ডারির কাছে ক্যাচ হলেন শামীম হোসেনের। পাকিস্তান ১২৫ রানে অলআউট। বাংলাদেশ জিতল ৮ রানে।

এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিল বাংলাদেশ। একাধিক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম সিরিজ জয়।

শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়—শোকের দিনে একটু হলেও সান্ত্বনা হয়ে এল ক্রিকেট মাঠের এই জয়।

জাকের আলীর ৫৫ ও মেহেদী হাসানের ৩৩ রানে বাংলাদেশ করেছিল ১৩৩ রান। রান তাড়ায় ১৫ রানে ৫ ও ৩০ রানে ৬ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার শঙ্কায় কাঁপছিল পাকিস্তান। ফাহিম আশরাফ (৩২ বলে ৫১), আব্বাস আফ্রিদি (১৩ বলে ১৯) ও আহমেদ দানিয়াল (১১ বলে ১৭) এরপর অসম্ভবের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিতল বাংলাদেশই। জিতল সিরিজও।

সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার, মিরপুরেই।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩ (জাকের ৫৫, মেহেদী ৩৩, পারভেজ ১৩; মির্জা ২/১৭, দানিয়াল ২/২৩, আব্বাস ২/৩৭)। পাকিস্তান: ১৯.২ ওভারে ১২৫ (ফাহিম ৫১, আব্বাস ১৯, দানিয়াল ১৭, খুশদিল ১৩; শরীফুল ৩/১৭, তানজিম ২/২৩, মেহেদী ২/২৫, মোস্তাফিজ ১/১৫, রিশাদ ১/৪২)। ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী। সিরিজ: ৩–ম্যাচ সিরিজে বাংলাদেশ ২–০–তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ: জাকের আলী।
১৫: ৪৪ , জুলাই ২২

শেষ ওভারে বাংলাদেশের চাই ১ উইকেট, পাকিস্তানের ১৩ রান

রিশাদ হোসেনের করা ১৯তম ওভারের প্রথম ৫ বলে ১৫ রান তোলেন আহমেদ দানিয়াল ও ফাহিম আশরাফ। শেষ বলে ফাহিমকে বোল্ড করে দেন রিশাদ।

১৫: ৩৯ , জুলাই ২২

২ ওভারে ২৮ রান চাই পাকিস্তানের, বাংলাদেশের ২ উইকেট

পাকিস্তান: ১৮ ওভারে ১০৬/৮।

শেষ দুই ওভারে ২ উইকেট হাতে নিয়ে পাকিস্তানের দরকার ২৮ রান। ফাহিম আশরাফ ৪৫ ও আহমেদ দানিয়াল ৪ রানে অপরাজিত ছিলেন। ১৯তম ওভারটি করছেন প্রথম ৩ ওভারে ২৭ রান দেওয়া রিশাদ।

১৫: ৩৩ , জুলাই ২২

৮ উইকেট নেই পাকিস্তানের

পাকিস্তান: ১৭ ওভারে ৯৭/৮।

আব্বাস আফ্রিদিকে বোল্ড করে বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দিয়েছেন শরীফুল ইসলাম। ৮৮ রানে ৮ উইকেট হারানো পাকিস্তান নবম উইকেট হারাতে পারত ওভারের শেষ বলে। ফাহিম আশরাফের তোলা ক্যাচ ছেড়েছেন তানজিম হাসান। বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা ফাহিম ২৭ বলে করেছেন ৪০ রান। ১৮ বলে ৩৭ রান দরকার পাকিস্তানের।

১৫: ২২ , জুলাই ২২

রিশাদের ওভারে ২০ রান

পাকিস্তান: ১৫ ওভারে ৮২/৭।

রিশাদ হোসেনের করা ১৫তম ওভারে ২ ছক্কা ও ১ চারে ২০ রান তুলেছে পাকিস্তান। তাতে ৬২/৭ থেকে এক ঝটকায় পাকিস্তানের স্কোর হয়ে গেছে ৮২/৭। শেষ ৫ ওভারে দলটির দরকার ৫২ রান। রোমাঞ্চকর কিছু হবে কি!

১৫: ১৫ , জুলাই ২২

৬০ পেরিয়েছে পাকিস্তান, বাংলাদেশের রেকর্ড হলো না

পাকিস্তান: ১৪ ওভারে ৬২/৭।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর ৬০। ২০২১ সালে মিরপুরেই করেছিল নিউজিল্যান্ড। পাতিস্তান ছাড়িয়ে গেছে সেই স্কোর। দলটি এখন নিজেদের সর্বনিম্ন স্কোর ৭৪ পেরোতে পারে কি না সেটিই দেখার।

১৫: ০৫ , জুলাই ২২

খুশদিলকে ফিরিয়ে পাকিস্তানকে ৪৭/৭ বানিয়ে দিলেন মেহেদী

৪ ওভারে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান
শামসুল হক

পাকিস্তান: ১৩ ওভারে ৫১/৭।

জীবন পেয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না খুশদিল শাহ। পরের ওভারে মেহেদী হাসানের বলে এলবিডব্লু হয়েছেন ব্যক্তিগত ১৩ রানে ও দলীয় ৪৭ রানে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি পাকিস্তানের ব্যাটসম্যান।

১৫: ০০ , জুলাই ২২

খুশদিলের ক্যাচ ছাড়লেন পারভেজ

পাকিস্তান: ১১ ওভারে ৩৫/৬।

সহজ এক ক্যাচ ছেড়ে দিলেন পারভেজ হোসেন। ১১ রানে দাঁড়ানো খুশদিল রিশাদের বলে ক্যাচ তুলেছিলেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে। ক্যাচটি নিতে পারলে পাকিস্তানের স্কোর হয়ে যেত ৩৪/৭।

১৪: ৫০ , জুলাই ২২

আগা সালমানও গেলেন, পাকিস্তান ৩০/৬

২৩ বলে ৯ রান করা আগা সালমান ছক্কা মারতে গিয়ে লং অনে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়েছেন। উৃইকেটটি পেয়েছেন মেহেদী হাসান। ৩০ রানের ৬ উইকেট হারানো পাকিস্তানকে চোখ রাঙাছে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন স্কোর।

৭৪–৬০
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাকিস্তানের দলীয় সর্বনিম্ন ৭৪। ২০১২ সালে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ৬০, ২০২১ সালে মিরপুরেই নিউজিল্যান্ড।
১৪: ৪৩ , জুলাই ২২

৩৮ বল পর বাউন্ডারি পাকিস্তানের

পাকিস্তান: ৯ ওভারে ২৯/৫।

দ্বিতীয় ওভারের প্রথম বলে চার মেরেছিলেন ফখর জামান। সেই পাকিস্তান দ্বিতীয় বাউন্ডারি পেল অষ্টম ওভারের চতুর্থ বলে। দুই বাউন্ডারি মাঝে পাকিস্তানিরা বল খেলেছেন ৩৮টি। খুশদিল শাহ ৭ ও সালমান আগা ৯ রানে ব্যাট করছিলেন। ৬৬ বলে পাকিস্তানের দরকার ১০৫ রান।

১৪: ৩৪ , জুলাই ২২

এমন কিছু আগে দেখেনি বাংলাদেশ, দেখেনি পাকিস্তানও

১৫/৫
১৫ রানে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশ সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিল আজই। পাকিস্তানও এই সংস্করণে এর আগে এত কম রানে ৫ উইকেট হারায়নি। পাকিস্তানের আগের রেকর্ড ১৬/৫, গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের আগের রেকর্ড ২৪/৫। ২০২১ সালে পাপুয়া নিউগিনির প্রথম ৫ উইকেট বাংলাদেশ পেয়েছিল ২৪ রানে।

পাকিস্তান: ৭ ওভারে ২০/৫।

১৪: ২৫ , জুলাই ২২

১৫ রানেই ৫ উইকেট নেই পাকিস্তানের

পাকিস্তান: ৫ ওভারে ১৫/৫।

নিজের প্রথম ওভারে পরপর ২ বলে হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে পাকিস্তানের স্কোরটাকে ১৫/৫ বানিয়ে দিয়েছেন তানজিম হাসান। দুই নেওয়াজকেই উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়েছেন বাংলাদেশের পেসার। হাসান ৬ বলে ও মোহাম্মদ নেওয়াজ ১ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন তানজিম।

১৪: ২১ , জুলাই ২২

এবার শরীফুলের শিকার ফখর জামান

দারুণ বল করছেন বাংলাদেশের পেসাররা
শামসুল হক

পাকিস্তান: ৪ ওভারে ১৪/৩।

১৪ রানেই পাকিস্তানের প্রথম ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ। তৃতীয় ওভারে বাঁহাতি পেসার শরীফুলের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দিয়েছেন ফখর জামান। ৮ বলে ৮ রান করেছেন ফখর।

১৪: ১০ , জুলাই ২২

৯ রানেই পাকিস্তানের ২ উইকেট নেই

পাকিস্তান: ২ ওভারে ১০/২।

সাইমের বিদায়ের পর দ্বিতীয় ওভারে আউট হয়েছেন মোহাম্মদ হারিস। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হারিসকে এলবিডব্লু করেছেন শরীফুল ইসলাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি প্রথম বলেই আউট হওয়া হারিস। এর আগে সাইম ফিরেছেন ৪ বলে ১ রান করে।

১৪: ০৭ , জুলাই ২২

প্রথম ওভারেই রানআউট পাকিস্তানের সাইম আইয়ুব

প্রথম ওভারেই উইকেট পেয়ে গেল বাংলাদেশ। মেহেতী হাসানের করা ওভারের শেষ বলে রানআউট হয়েছেন সাইম আইয়ুব। পয়েন্টের দিকে ঠেলে ১ রান নিতে চেয়েও ফিরতে হয়েছিল সাইমকে। তবে শেষ রক্ষা হয়নি। পারভেজ–রিশাদের হাত ঘুরে লিটনের গ্লাভসে আসে বল। লিটন ভেঙে দেন উইকেট।

১৩: ৪৯ , জুলাই ২২

জাকেরের ফিফটি, বাংলাদেশ ১৩৩

ফিফটি করেছেন জাকের আলী
শামসুল হক

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩

আব্বাস আফ্রিদির করা শেষ ওভারের প্রথম ও চতুর্থ বলে ছক্কা মেরেছেন জাকের আলী। দ্বিতীয় ছক্কায় ৫০ পেয়ে যান জাকের। এর মাঝে রানআউট হয়েছেন শরীফুল। শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন ৪৮ বলে ৫৫ রান করা জাকের। বাংলাদেশ অলআউট ১৩৩ রানে।

পাওয়ার–প্লেতেই ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে উদ্ধার করেছে জাকের–মেহেদীর ৫৩ রানের পঞ্চম উইকেট জুটি। মেহেদী ৩৩ রানে আউট হয়েছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়া জাকের করেছেন ৪৮ বলে ৫৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩ (জাকের ৫৫, মেহেদী ৩৩, পারভেজ ১৩; মির্জা ২/১৭, দানিয়াল ২/২৩, আব্বাস ২/৩৭)
১৩: ৪২ , জুলাই ২২

শেষ ওভারে কত করবে বাংলাদেশ

বাংলাদেশ: ১৯ ওভারে ১২০/৮।

১৩: ৩৯ , জুলাই ২২

রিশাদও আউট, বাংলাদেশ ১৮ ওভারে ১১১/৮

আব্বাস আফ্রিদিকে লং অফ দিয়ে ছক্কা মারার পরের বলেই আউট হয়ে গেলেন রিশাদ হোসেন। বোল্ড হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার। ৪ বলে ৮ রান করেছেন রিশাদ। অন্য প্রান্তে জাকের অপরাজিত আছেন ৩৫ রানে।

১৩: ৩২ , জুলাই ২২

১০০ তুলতেই ৭ উইকেট নেই বাংলাদেশের

বাংলাদেশ: ১৭ ওভারে ১০২/৭।

আগের বলে সালমান মির্জাকে চার মেরেছিলেন তানজিম , তাতে ১০০ হয়ে যায় বাংলাদেশের রান। পরের বলে ছক্কা মারতে গিয়ে এক্সট্রা কাভারে ফখর জামানের দারুণ এক ক্যাচের শিকার হলেন বাংলাদেশের পেসার। ৪ বলে ৭ রান করেছেন তানজিম।

১৩: ২৬ , জুলাই ২২

শামীমের বিদায়

বাংলাদেশ: ১৬ ওভারে ৯৪/৬।

ওভারের প্রথম বলে আহমেদ দানিয়ালকে ছক্কা মেরেছিলেন জাকের আলী। ২ বল পর শামীম হোসেনকে বোল্ড করে ‘প্রতিশোধ’ নিলেন অভিষিক্ত পাকিস্তানি পেসার। ৪ বল খেলে মাত্র ১ রান করেছেন বলটিকে উইকেটে টেনে আনা শামীম। ৯৩ রানে পড়ল বাংলাদেশের ষষ্ঠ উইকেট। ব্যাটিংয়ে নেমেছেন তানজিম হাসান।

শেষ চার ওভারে কত রান করতে পারবে বাংলাদেশ?

১৩: ১৮ , জুলাই ২২

ভাঙল জাকের–মেহেদী জুটি

মেহেদী ফিরলেন ২৫ বলে ৩৩ রান করে
শামসুল হক

বাংলাদেশ: ১৫ ওভারে ৮৬/৫।

আগের বলেই মোহাম্মদ নেওয়াজকে ছক্কা মেরেছিলেন মেহেদী হাসান। পরের বলেই আউট বাংলাদেশের অলরাউন্ডার। আরেক নেওয়াজ, হাসান ক্যাচ নিয়েছেন লং অফে। তাতে ভাঙল ৫৩ রানের পঞ্চম উইকেট জুটি। বাংলাদেশ ৮১ রানে হারাল পঞ্চম উইকেট। মেহেদী ফিরলেন ২৫ বলে ৩৩ রান করে। উইকেটে এসেছেন শামীম হোসেন।

৫৩
পঞ্চম উইকেটে জাকের–মেহেদীর রান। যা টি–টোয়েন্টিতে এই জুটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। আগের রেকর্ড ৪৪, ২০১৪ সালে মিরপুরেই সাকিব–নাসিরের।
১৩: ১৫ , জুলাই ২২

জাকের–মেহেদী 

১৩: ১১ , জুলাই ২২

জাকের–মেহেদী জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ: ১৩ ওভারে ৭২/৪।

বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ষষ্ঠ ওভারে ২৮ রানে। এরপর জাকের আলী ও মেহেদী হাসান আর বিপদে পড়তে দেননি বাংলাদেশকে। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেছেন ৪৪ রান। জাকের ২৩ বলে ২০ ও মেহেদী ২২ বলে ২৫ রান করে অপরাজিত আছেন।

১২: ৫৬ , জুলাই ২২

মেহেদীর ছক্কায় ৫০ পেরোল বাংলাদেশ

বাংলাদেশ: ১২ ওভারে ৬৩/৪।

১০ম ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে বিশাল এক ছক্কা মেরে বাংলাদেশকে ৫০ রান এনে দিয়েছেন মেহেদী হাসান। ৯২ মিটার পেরেনো বলটি উড়ে গেছে এক্সট্রা কাভার দিয়ে। ইনিংসের অর্ধেক পথ পেরোনোর পর বাংলাদেশের স্কোর ৫৩/৪। মেহেদী ১৫ বলে ১৬ ও জাকের ১২ বলে ১০ রানে ব্যাট করছিলেন। আব্বাস আফ্রিদির করা পরের ওভারে এসেছে ৬ রান। নেওয়াজের করা ১২তম ওভারে এসেছে ৪ রান।

১২: ৪৬ , জুলাই ২২

সপ্তম ওভারে ৬ রান

বাংলাদেশ: ৮ ওভারে ৩৮/৪।

পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নেওয়াজের করা সপ্তম ওভারে ১টি চারে ৫ রান নিয়েছেন জাকের। অন্য রানটি মেহেদী হাসানের। আহমেদ দানিয়ালের পরের ওভারে এসেছে ৩ রান।

বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টিতে পাকিস্তানি বোলারদের মেডেন ওভার। ২০২১ সালে মিরপুরেই প্রথম টি–টোয়েন্টিতে শাদাব খান ও আজ সালমান মির্জা।
১২: ৩৯ , জুলাই ২২

৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, পারভেজও গেলেন

বাংলাদেশ: ৬ ওভারে ২৯/৪।

পাওয়ার–প্লেতেই ছন্নছাড়া বাংলাদেশের ইনিংস। আগের ম্যাচে ম্যাচ জেতানো ফিফটি করা ওপেনার পারভেজ হোসেন আজ ফিরলেন ১৪ বলে ১৩ রান করে। অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলে ফাহিম আশরাফকে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে আউট হলেন বাংলাদেশ ওপেনার। ১১ বলের মধ্যে ৩ রান তুলতে ৩ উইকেট হারাল বাংলাদেশ।

১২: ৩২ , জুলাই ২২

বিপদে বাংলাদেশ, রানআউট তাওহিদ হৃদয়

রানআউটের পর তাওহিদ হৃদয়
শামসুল হক

বাংলাদেশ: ৫ ওভারে ২৫/৩।

মিড অফে বল ঠেলেই একটি রান চুরি করতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। পাকিস্তান অধিনায়ক আগা সালমানের সরাসরি থ্রো ভেঙে দেয় ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট। রিপ্লে দেখে টিভি আম্পায়ার আউটের ঘোষণা দিয়েছেন। ৪ বলের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ সালমান মির্জার ওভারটিতে কোনো রান নিতে পারেনি। ব্যাটিংয়ে নেমেছেন জাকের আলী।

১২: ২৬ , জুলাই ২২

লিটনেরও বিদায়, ২৫ রানে নেই ২ উইকেট

দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে হাসান নেওয়াজের ক্যাচ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ৯ বলে ১ চারে ৮ রান করে বিদায় নিলেন লিটন। উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়।

১২: ২৪ , জুলাই ২২

ফাহিমের ওপর চড়াও হলেন পারভেজ

বাংলাদেশ: ৪ ওভারে ২৫/১।

চতুর্থ ওভারে তৃতীয় বলে মিডউইকেট দিয়ে ছক্কা মারার পরেই বলেই আবার চার মেরেছেন পারভেজ হোসেন। ফাহিম আশরাফের করা ওভারে রান এসেছে ১১টি।

১২: ১৮ , জুলাই ২২

তৃতীয় ওভারে প্রথম চার লিটনের ব্যাটে

বাংলাদেশ: ৩ ওভারে ১৪/১

ইনিংসের ১৬তম বলে প্রথম বাউন্ডারির দেখা পেয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস সালমান মির্জার বলে পয়েন্ট দিয়ে চার মেরেছেন।

১২: ১২ , জুলাই ২২

৩ রান করে নাঈমের বিদায়

নাঈমকে ফিরিয়েছেন ফাহিম আশরাফ
শামসুল হক

বাংলাদেশ: ২ ওভারে ৭/১

সাত বলে ৩ রান করে বিদায় নিলেন তানজিদকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া মোহাম্মদ নাঈম। ফাহিম আশরাফের করা বলটিকে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন নাঈম। টাইমিং গড়বড় করে উইকেটকিপারকেই ক্যাচ দিয়েছেন ৭ বলে ৩ রান করা নাঈম। উইকেটে এসেছেন অধিনায়ক লিটন দাস।

১২: ০৬ , জুলাই ২২

প্রথম ওভারে ৩ রান বাংলাদেশের

সালমান মির্জার করা প্রথম ওভারে ৩ রান তুলেছেন বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও পারভেজ হোসেন। দুজনেই করেছেন ১টি করে রান। অন্য রানটি এসেছে লেগ বাই থেকে।

১১: ৫৮ , জুলাই ২২

এক মিনিট নীরবতা পালন

ম্যাচ শুরুর আগের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাইলস্টোন কলেজের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল
শামসুল হক
১১: ৫৫ , জুলাই ২২

শোকাহত লিটনের সিরিজ জয়ের প্রত্যয়

আমরা সবাই জানি, গতকাল যা ঘটেছে, তা আমাদের জন্য খুব কঠিন ছিল। এটা মেনে নেওয়া সহজ নয়। আজ আমরা ভারাক্রান্ত হৃদয়ে খেলতে নামছি। আমি নিজেও একজন অভিভাবক, তাই এই অনুভূতি ভালোভাবেই বুঝতে পারি। সবাই ভীষণ মর্মাহত, খুবই আবেগপ্রবণ এই মুহূর্তে। এখন আমাদের যা করার, তা হলো প্রার্থনা করা। ম্যাচের দিক থেকে বললে, সিরিজ জেতার জন্য আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব এবং গতি ধরে রাখব। উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো, প্রথমে ব্যাট করতে আমার কোনো সমস্যা নেই। দেখা যাক, স্কোরবোর্ডে কত রান তুলতে পারি। আজ আমাদের দলে দুই পরিবর্তন এসেছে—তাসকিন আর তামিম খেলছে না। নাইম আর শরীফুল দলে ফিরেছে।
লিটন দাস, অধিনায়ক, বাংলাদেশ
১১: ৩৫ , জুলাই ২২

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের হাতে শোকের প্রতীক কালো বাহুবন্ধনী। পাকিস্তান অধিনায়ক আগা সালমানের বাহুতে কালো ব্যাজ। গতকাল মাইলস্টোন কলেজের ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্মরণ করেই শুরু হবে আজকের ম্যাচ
শামসুল হক

মিরপুরে দ্বিতীয় টি–টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। পরশু প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজও জিতে গেলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। ওপেনার তানজিদের বদলে একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম। পেসার তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম। তানজিদ ও তাসকিন, দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে।

পাকিস্তান দলে একটি পরিবর্তন। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন পেসার আহমেদ দানিয়াল। পাকিস্তানের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলবেন দানিয়াল।

২য় টি–টোয়েন্টির বাংলাদেশ দল

মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

২য় টি–টোয়েন্টির পাকিস্তান দল

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।