পাকিস্তানের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক পুনরায় চালুর আলোচনা হয়নি, বলল ভারত
ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় চালু নিয়ে আলোচনা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে সম্প্রতি পাকিস্তান সফরে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সেখানে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে জয়শঙ্করের বৈঠকে ক্রিকেট নিয়ে আলোচনা হয় বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়। খবরে বলা হয়, ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট চালুর বিষয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে। যার শুরুটা হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে।
ক্রিকেটবিষয়ক খবরটি সঠিক নয় জানিয়ে প্রশ্নকর্তা সাংবাদিকের উদ্দেশে জয়সোয়াল বলেন, ‘ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, আমি বলব এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি সঠিক নয়।’
ভারত ক্রিকেট দল পাকিস্তানে সর্বশেষ খেলতে গেছে ২০০৮ সালে। আর পাকিস্তান দল ভারতে গেছে ২০১২ সালে। এরপর দুই দল শুধু আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে।
পাকিস্তানের দিক থেকে আগ্রহ থাকলেও ভারত সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয় না। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপের সময় ভারত সরকার পাকিস্তানে দল না পাঠানোয় শেষ পর্যন্ত টুর্নামেন্টটির বেশির ভাগ ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। এই টুর্নামেন্টে খেলতে ভারতের দল পাকিস্তানে যাবে কি না, এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারত ক্রিকেট দল পাকিস্তানে না যেতে পারে, এই ভাবনা থেকে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।