‘১০০’ টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন করুনারত্নে
অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি এই বাঁহাতি ওপেনারের শততম টেস্ট। সেই টেস্ট খেলেই জার্সি তুলে রাখবেন সাবেক এই অধিনায়ক।
সাম্প্রতিক কালেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। সর্বশেষ ৭ টেস্টে করেছেন মোটে ১৮২ রান। যদিও গত ১০ বছরে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তিনি। শুধু রান বিবেচনায় নিলে করুনারত্নেই সেরা। ওপেনার হিসেবে ২০১৫ সালের শুরু থেকে তাঁর রানই বেশি। এই সময়ে করেছেন ৬২২৬ রান। তাঁর পরে থাকা ডেভিড ওয়ার্নারের রান ৬ হাজারও নয়।
ইএসপিএনক্রিকইনফোতে করুনারত্নে বলেছেন, ‘পরের টেস্টই যে আমার শেষ টেস্ট সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি। খেলা ছাড়ার এটাই সেরা সময়, যেহেতু পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩-৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। এ ছাড়া এই গলেই আমার অভিষেক হয়েছিল, এখানে শেষ করা দারুণই হবে।’
অবসরের সিদ্ধান্তে আরেকটি কারণও আছে। অস্ট্রেলিয়ার সিরিজের পর ২০২৬ সালে মে মাস পর্যন্ত আর মাত্র ২টি খেলবে শ্রীলঙ্কা। এ কারণেই নতুনদের সুযোগ দিতেই অবসরের পথে হেঁটেছেন করুনারত্নে।
সপ্তম লঙ্কান ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন করুনারত্নে। এর আগে শ্রীলঙ্কার হয়ে ১০০টির বেশি টেস্ট খেলেছেন সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।
সব মিলিয়ে টেস্ট করুনারত্নের রান ৭১৭২। আছে ১৬ টি সেঞ্চুরি। তাঁর টেস্টের সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। ২০২১ সালে করেছিলেন ২৪৪। শ্রীলঙ্কাকে দীর্ঘদিন টেস্টে নেতৃত্বও দিয়েছেন এই ওপেনার। ২০১৯ থেকে ২০২৪ এই সময়ে ৩০ টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে। শ্রীলঙ্কার হয়ে ৫০টি ওয়ানডেও খেলেছেন করুনারত্নে।